রবিবার, ১৬ অক্টোবর, ২০১৬, ০৯:২০:৪৭

দেশের সেনাবাহিনীর সর্বোচ্চ পদে রাহিলকেই চায় পাকিস্তানের মানুষ!

 দেশের সেনাবাহিনীর সর্বোচ্চ পদে রাহিলকেই চায় পাকিস্তানের মানুষ!

আন্তর্জাতিক ডেস্ক: সেনাপ্রধান জেনারেল রাহিল শরিফেই আপাতত সেনা পোশাকেই দেখতে চাইছেন পাকিস্তানের মানুষ। আর সেই কারনেই তাঁকে ফিল্ড মার্শাল পদে উন্নিত করার প্রস্তাব দিয়ে ইসলামাবাদ হাইকোর্টে একটি পিটিশন দায়ের করা হয়েছে। সর্দার আদনান সালিম নামে এক ব্যক্তি তার আইনজীবী রাজা সাইমুল হক সাত্তির মাধ্যমে আদালতে এই পিটিশন দায়ের করেছেন।

আদালতের কাছে আবেদন করা পিটিশনে আবেদন রাখা হয়েছে, দেশের বর্তমান পরিস্থিতি এবং পাকিস্তানি জাতির প্রতি সেনাপ্রধানের উল্লেখযোগ্য অবদান ও ত্যাগের স্বীকৃতি স্বরূপ জাতীয় স্বার্থে জেনারেল রাহিলকে ফিল্ড মার্শাল পদে উন্নিত করা উচিত। এই ক্ষেত্রে আবেদনকারী পাকিস্তানের উত্তর ও উত্তর-পশ্চিম উপজাতি এলাকায় চালানো সন্ত্রাস-বিরোধী জারবে আযব অভিযানের কথা উল্লেখ করেছেন পিটিশনে। পুরো বিষয়টি খতিয়ে দেখে আদালতের হস্তক্ষেপ দাবী করা হয়েছে ওই পিটিশনে। এখানেই শেষ নয়, পিটিশনে আবেদনকারী আইনজীবী মারফৎ আরও বলেছেন, দেশের বর্তমান পরিস্থিতিতে জেনারেল রাহিলকে ফিল্ড মার্শাল পদে উন্নিত করা জরুরি প্রয়োজন। একই সঙ্গে দেশের প্রতি তাঁর অবদানের বিষয়টি বিবেচনা করে হাইকোর্ট সরাসরি সেনাপ্রধান জেনারেল রাহিল শরিফকে সামরিক বাহিনীর সর্বোচ্চ পদে উন্নিত করার ব্যবস্থা করুক বলে পিটিশনে অুনরোধ জানানো হয়েছে।-কলকাতা২৪
১৬ অক্টোবর,২০১৬/এমটিনিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে