সোমবার, ১৭ অক্টোবর, ২০১৬, ০৫:৪০:৩৭

আমেরিকার বিরুদ্ধে আগাম পরমাণু হামলার প্রস্তুতি

 আমেরিকার বিরুদ্ধে আগাম পরমাণু হামলার প্রস্তুতি

আন্তর্জাতিক ডেস্ক: আমেরিকার বিরুদ্ধে আগাম পরমাণু হামলার প্রস্তুতি নিচ্ছে পিয়ংইংয়ং! উত্তর কোরিয়ার সরকারি এক আধিকারিক ইয়ং পিল মার্কিন নিউজ চ্যানেল এনবিসি-কে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এমনটাই চাঞ্চল্যকর বক্তব্য জানিয়েছে। উত্তর কোরিয়ার মধ্যম পাল্লার মসুদান ক্ষেপণাস্ত্র পরীক্ষায় ব্যর্থ হওয়ার পর দিনই এই চাঞ্চল্যকর হুমকি দিলেন পিল। তিনি বলেন, আগাম পরমাণু হামলার ওপর আমেরিকারই একচ্ছত্র অধিকার থাকতে হবে- এমন নয়। আমেরিকা যদি উত্তর কোরিয়ার ওপর এই রকম হামলা চালাতে চায় তবে পিয়ংইয়ং প্রথমেই তা করবে। আগাম হামলা চালানোর মতো প্রযুক্তি উত্তর কোরিয়ার আছে বলেও জানান তিনি।

লি ইয়ং পিল বলেন, আমেরিকার পরমাণু বোমার লক্ষ্যবস্তু হওয়ায় অব্যাহত ভোগান্তির মুখে পড়েছে উত্তর কোরিয়া। এছাড়া, দেশটির নেতা কিম জং উনকে সরিয়ে দেওয়ার জন্য দক্ষিণ কোরিয়ার সঙ্গে আমেরিকা সামরিক মহড়ায়  নামছে বলেও মনে করে পিয়ংইয়ং। উত্তর কোরিয়ার উপকূলে মার্কিন পরমাণু বোমা মোতায়েন  রয়েছে উল্লেখ করে তিনি বলেন, এ দিয়ে উত্তর কোরিয়া, তার রাজধানী এবং দেশটির প্রিয় নেতাকে লক্ষ্যবস্তু বানানো হচ্ছে। ইয়ং পিল আরও বলেন, যতক্ষণ পর্যন্ত মার্কিন পরমাণু বোমার হুমকি থাকবে ততক্ষণ পর্যন্ত পিছু হটবে না উত্তর কোরিয়া।-কলকাতা২৪
১৭ অক্টোবর ২০১৬/এমটিনিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে