সোমবার, ১৭ অক্টোবর, ২০১৬, ০৭:৩০:৩৭

শাহরুখের পর এবার আমেরিকার বিমানবন্দরে আটক ওমর আবদুল্লা

শাহরুখের পর এবার আমেরিকার বিমানবন্দরে আটক ওমর আবদুল্লা

আন্তর্জাতিক ডেস্ক : সিকিউরিটি চেকিং-এর নামে আমেরিকায় হেনস্থার শিকার হলেন ভারতের জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। বলিউড তারকা শাহরুখ খান থেকে প্রয়াত সাবেক রাষ্ট্রপতি ও পরমাণু বিজ্ঞানী আবদুল কালামের মতো অনেকেই আমেরিকায় চেকিং-এর বাড়াবাড়ির শিকার হয়েছেন। এবার সেই তালিকায় যুক্ত হল ওমর আবদুল্লার নামও।

নিউ ইয়র্ক ইউনিভার্সিটির আমন্ত্রণে একটি অনুষ্ঠানে যোগ দিতে আমেরিকায় গিয়েছেন ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লা। কিন্তু এই অভিজ্ঞতার পর সেখানে না গিয়ে বাড়িতে থাকলেই ভালো হত বলে মনে করছেন ওমর আবদুল্লা। সোমবার এ কথা টুইট করে নিজেই জানান তিনি। নিউ ইয়র্ক বিমানবন্দরে সিকিউরিটি চেকিং-এর নামে প্রায় দু-ঘণ্টা তাকে আটকে রাখা হয় বলে অভিযোগ করেছেন ৪৬ বছরের এই নেতা।

অতিরিক্ত ইমিগ্রেশন চেকিং-এর নামে তিন-তিন বার তার তল্লাশি নেওয়া হয়। এই প্রথম নয়, আমেরিকায় গেলে প্রতিবারই এই অভিজ্ঞতার মুখে পড়তে হয় বলে জানিয়েছেন জম্মু-কাশ্মীরের সাবেক এই মুখ্যমন্ত্রী।

১৭ অক্টোবর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে