আন্তর্জাতিক ডেস্ক : গত ৩ সেপ্টেম্বর ভারতের হিমাচল প্রদেশের কুলু জেলার পার্বতী উপত্যকা থেকে নিখোঁজ হয়ে গেছিলেন ৩৫ বছরের মার্কিন নাগরিক জাস্টিন অ্যালেক্সজান্ডার শেটলার। সাধু জীবন কেমন হতে পারে, তারই অভিজ্ঞতা পাওয়ার জন্যে তিনি পাহাড়ের একটি গুহায় বাস করছিলেন। সেখান থেকেই নিখোঁজ হয়ে যান জাস্টিন। খবর এই সময়ের।
বৃহস্পতিবার ভারতে এসে শুক্রবার ছেলের নিখোঁজ হওয়ার রিপোর্ট লেখান জাস্টিনের মা। ১৮ আগস্ট ফেসবুকে একটি ছবি পোস্ট করেন জাস্টিন যেখানে তাকে গুহার ভিতরে বই পড়তে দেখা যায়। নিখোঁজ হওয়ার আগে টানা দু’সপ্তাহ জাস্টিন ওই গুহাতেই থেকেছিলেন। সেপ্টেম্বরের শুরুতে মানতালাই হ্রদ থেকে পুলগা ট্রেক করে নামার সময়েই নিখোঁজ হয়ে যান জাস্টিন।
১৯ আগস্ট তাঁর ব্লগ adventuresofjustin.com-এ তিনি লেখেন খুবই দুর্বল লাগছে তার এবং এক সাধুর সঙ্গে আলাপ হয়েছে যিনি জাস্টিনকে তিন দিনের জন্যে ১৩ হাজার ফিট উচ্চতায় মানতালাই হ্রদে তীর্থযাত্রায় তার সঙ্গী হওয়ার আমন্ত্রণ জানিয়েছেন।
ভারতে আসার আগে জাস্টিনের মা সুজান রেব একটি ই-মেল পাঠিয়েছিলেন পুলিশকে। তার সেই ই-মেলের ভিত্তিতে ১০ দিন আগে চিরুনি তল্লাশি চালানো হয় কুলু ও সংলগ্ন এলাকায়। কিন্তু জাস্টিনের কোনও খোঁজ এখনও পর্যন্ত পাওয়া যায়নি।
ইতিমধ্যে পুলিশের হাতে ধরা পড়েছে জাস্টিনের ব্লগে উল্লিখিত সাধু। চলছে জিজ্ঞাসাবাদ। সাধু জানিয়েছেন তিনি এবং জাস্টিন একজন পোর্টারকে নিয়ে তাদের যাত্রা শুরু করেছিলেন। মানতালাই হ্রদে পৌঁছানোর পরে তারা সেই পোর্টারকে ছেড়ে দেন। পুলগাতে ফেরার পথে তিনি আর জাস্টিন ঠাকুর কুয়ান পর্যন্ত একসঙ্গে ছিলেন। সেখান থেকে তারা আলাদা আলাদা পথে তুন্ড ভুজের দিকে রওনা দেন। কথা ছিল তুন্ড ভুজে তারা আবার দেখা করবেন। তবে সেখানে পৌঁছে জাস্টিনের সঙ্গে দেখা না হওয়ায় নিজের পথে এগিয়ে যান সেই সাধু। তবে সেই সাধুর কথায় বিশেষ পাত্তা দিচ্ছে না পুলিশ।
১৭ অক্টোবর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি