আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ার আলেপ্পো শহরের বিদ্রোহীদের দখলে থাকা এলাকায় এক বিমান হামলায় একই পরিবারের ১৪ জন নিহত হয়েছেন। উদ্ধারকারী কর্মকর্তারা জানাচ্ছেন এদের মধ্যে আটটি শিশু এবং দু'জন মহিলা আছেন।
সিরিয়ান সিভিল ডিফেন্স বাহিনী বলছে, সোমবার একটি রাশিয়ান যুদ্ধবিমানের ফেলা বোমায় আল-মারজা এলাকায় এই ১৪ জন নিহত হয়। রোববার আরেকটি আবাসিক ভবনের ওপর বোমা পড়লে অন্য আরো ২৫ জন নিহত হয়।
আলেপ্পোর একজন বাসিন্দা বিবিসিকে জানিয়েছেন, গত ২৪ ঘন্টায় শহরে প্রচন্ড বোমা বর্ষণ করা হয়েছে। বাংকার-ধ্বংসকারী বোমার বিস্ফোরণে শহরের মাটি কাঁপছে।
শহরটির একজন শিক্ষক বিবিসিকে জানিয়েছেন, রাশিয়া-সমর্থিত সিরিয়ান বাহিনী এখন আরো বেশি শক্তিসম্পন্ন বাংকার-বিধ্বংসী বোমা ব্যবহার করছে।
আলেপ্পোয় এই বোমাবর্ষণকে 'মানবতার বিরুদ্ধে অপরাধ' বলে বর্ণনা করে মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য সিরিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করবে বলে সতর্ক করে দিয়েছে।
অন্যদিকে তুরস্ক সমর্থিত বিদ্রোহীরা ইসলামিক স্টেটের হাত থেকে দাবিক সহ নয়টি এলাকার নিয়ন্ত্রণ পুনর্দখল করেছে। উত্তর সিরিয়ার দাবিক শহরটি ইসলামিক স্টেটের কাছে প্রতীকী গুরুত্বসম্পন্ন, কারণ তারা মনে করে মুসলিম ও 'রোমান'দের মধ্যে চুড়ান্ত যুদ্ধটি এখানেই হবে। বিবিসি বাংলা
১৭ অক্টোবর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি