আন্তর্জাতিক ডেস্ক : মোদিকে কাশ্মীরের ‘কসাই’ বললেন পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো। রোববার পাকিস্তানে এক জনসভায় তিনি বলেন, ‘মোদি একজন চরমপন্থী। ওনার থেকে আর কোনও আশা নেই।’ কাশ্মীরের ‘হিংসাত্মক’ ঘটনা থেকে দৃষ্টি সরানোর জন্যই মোদি পাকিস্তানের বিরুদ্ধে আঙুল তুলছেন বলে উল্লেখ করেন ভুট্টো।
এদিনের জনসভায় কাশ্মীরের ‘অত্যাচার’-এর কথা ফুলিয়ে ফাঁপিয়ে বলেন বিলাওয়াল। বলেন, কাশ্মীরিরা কিভাবে স্বাধীনতার জন্য লড়াই করছে। এদিনের জনসভায় পাক সরকারের কাছে চারটি দাবি রেখেছেন তিনি। সেগুলি পূরণ না হলে আগামী ২৭ ডিসেম্বর ফের জনসভা করবেন তিনি।
পিপিপি চেয়ারম্যানের প্রথম দাবি হল, জাতীয় নিরাপত্তা বিষয়ে একটি সংসদীয় কমিটি তৈরি করতে হবে। দ্বিতীয়ত, পানামা পেপারস সম্পর্কে বিবৃতি দিতে হবে। চীন-পাকিস্তান ইকনমিক করিডর তৈরি রয়েছে তাদের তৃতীয় দাবিতে। এছাড়া যত শীঘ্র সম্ভব একজন বিদেশমন্ত্রী নিয়োগ করার দাবি জানিয়েছে পিপিপি।
এদিনের জনসভার চিত্রটাকে ‘ট্রেলার’ বলে উল্লেখ করেছেন এই পাক নেতা। আগামী দিনে আরও বড় জনসভা হবে বলে বার্তা দিয়েছেন পাক সরকারকে। পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের নীতির সমালোচনা করে বিলাওয়াল ভুট্টো বলেন, এইসব নীতির জন্যই দুর্বল হয়ে পড়ছে পাকিস্তান।
১৭ অক্টোবর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি