সোমবার, ১৭ অক্টোবর, ২০১৬, ০৯:৪৫:০০

হিরে আর সোনায় মোড়া ট্রাম্পের পেন্টহাউস!

হিরে আর সোনায় মোড়া ট্রাম্পের পেন্টহাউস!

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদের নির্বাচনের আর এক মাসও বাকি নেই। কিন্তু একের পর এক অভিযোগের তিরে প্রতি দিনই নতুন করে বিদ্ধ হচ্ছেন রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।
 
বিশেষ করে নারীঘটিত কেলেংকারিতেই বেশি ফাঁসছেন তিনি। প্রতিদিনই কোনো না কোনো নারী তার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ আনছেন।
 
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, প্রতিপক্ষ হিলারি ক্লিন্টনের থেকে নির্বাচনী লড়াইয়ে ক্রমশই পিছিয়ে পড়ছেন ট্রাম্প। বিতর্ক তৈরিতে যেমন শিরোনামে, তেমনই সম্পদ আর ঐশ্বর্যেও দেশের প্রভাবশালী ব্যক্তিদের তালিকায় প্রথম সারিতে নাম রয়েছে ট্রাম্পের।
 
হিরে আর সোনায় মোড়া ট্রাম্পের বিলাসবহুল পেন্টহাউস তার বিশাল সম্পদেরই একটি অংশ। ফোর্বসের সমীক্ষা অনুযায়ী- ৩৭০ কোটি ডলার সম্পত্তির মালিক ট্রাম্প। কিন্তু বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের দাবি এর থেকেও বেশি সম্পত্তি রয়েছে তার। নিউইয়র্কের ম্যানহাটনে রয়েছে ট্রাম্পের এই বিলাসবহুল পেন্টহাউস।
 
৬৬ তলা এই পেন্টহাউসের নাম ‘ট্রাম্প টাওয়ার’। ট্রাম্প টাওয়ারেই স্ত্রী মেলানিয়া এবং ১০ বছরের ছেলের সঙ্গে থাকেন ট্রাম্প। পেন্টহাউসের মার্বেলগুলোতে ২৪ ক্যারেট সোনা বসানো রয়েছে। বর্তমানে এই টাওয়ারটির বাজার দর প্রায় ১০ কোটি মার্কিন ডলার। তবে এই পেন্টহাউস ছাড়াও আরও অনেক ভিলা এবং বাংলোর মালিক ডোনাল্ড ট্রাম্প। তবে শুধু সোনার মার্বেলই নয়, এই বাড়ির প্রধান দরজাটিতে সোনা এবং হিরে বসানো রয়েছে।

১৭ অক্টোবর,২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে