সোমবার, ১৭ অক্টোবর, ২০১৬, ০৯:৫২:৩৬

BRICS সামিটে বিশ্বকে ভুল বুঝিয়েছেন মোদী: আজিজ

BRICS সামিটে বিশ্বকে ভুল বুঝিয়েছেন মোদী: আজিজ

আন্তর্জাতিক ডেস্ক:ব্রিকস সামিটে পাকিস্তান সম্পর্কে মোদী ভুল বুঝিয়েছেন অন্যান্য দেশগুলির নেতাদের। কাশ্মীরের ‘হিংসাত্মক ঘটনা’কে চাপা দিতে চাইছেন তিনি। মোদী পাকিস্তানকে ‘সন্ত্রাসের আঁতুড়ঘর’ বলে বার্তা দেওয়ার পর এই ভাষাতেই জবাব দিল কোণঠাসা পাকিস্তান। মোদীর বক্তব্যের সমালোচনা করে একথা বলেন পাক প্রধানমন্ত্রীর বিদেশনীতির উপদেষ্টা সরতাজ আজিজ।

ব্রিকস সম্মেলনে জিংপিং, পুতিনের মত রাষ্ট্রেনেতাদের সামনে পাকিস্তানকে সন্ত্রাসবাদের ‘মাদারশিপ’ বলে উল্লেখ করেন মোদী। আর তাতেই বেজায় চটেছে পাকিস্তান। তাদের দাবি, সন্ত্রাস নিয়ে পাকিস্তানকে বিঁধে আসলে বিশ্বকে ভুল বোঝাচ্ছে ভারত। কারণ ব্রিকসে অন্যান্য দেশগুলির সামনে কাশ্মীরের হিংসা তুলে ধরা হয়নি।

কাশ্মীরকে পাকিস্তানের ভূমি উল্লেখ করে সরতাজ আজিজের দাবি, পাক মাটিতে ভারতের রাষ্ট্রীয় সন্ত্রাস ব্রিকস ও বিমসটেক-এ চেপে যাওয়া হয়েছে৷ কিন্তু পাকিস্তান ব্রিকস ও বিমসটেক-এর সমস্ত সদস্য দেশগুলির সামনে তা তুলে ধরেছে। মোদী যখন ইঙ্গিতে পাকিস্তানকেই সন্ত্রাসে প্রশ্রয়কারী দেশ হিসেবে ব্যাখ্যা করছেন এবং সমস্ত সদস্য দেশগুলিকে একজোট হয়ে সন্ত্রাস বিরোধিতার ডাক দিচ্ছেন, তখন সেই একই অভিযোগ ভারতের বিরুদ্ধেও তুলেছেন আজিজ। তাঁর অভিযোগ, পাকিস্তানের মাটিতে সন্ত্রাসের জন্য ভারতই অর্থব্যয় করছে। তাই সন্ত্রাস বিরোধিতার ডাক দেওয়ার কোনও নৈতিক অধিকারই নেই ভারতের।

যদিও পাকিস্তানের এই মন্তব্যে ইতিমধ্যেই সমালোচনা শুরু হয়েছে। কেননা, মোদী তাঁর বক্তব্যে কখনও পাকিস্তানের নাম নিয়ে আক্রমণ করেননি। কিন্তু পাকিস্তান পাল্টা জবাব দিতে গিয়ে ভারতকে সরাসরি আক্রমণের রাস্তাই বেছে নিয়েছে। ফলে এই জবাবে পাকিস্তান সন্ত্রাসের সঙ্গে তাদের গাঁটছড়া প্রকারান্তরে স্বীকার করেই নিল বলে ধারণা রাজনৈতিক মহলের।
১৭ অক্টোবর,২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে