আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনায় নির্বাচনী প্রচারণার সময় প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টির অফিসে 'আগুনে বোমা হামলা'র ঘটনা ঘটেছে। এতে অফিস ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে কেউ আহত হননি।
অরেঞ্জ কাউন্টি রিপাবলিকান পার্টি হেডকোয়ার্টারের জানালা দিয়ে রোববার রাতে কে বা কারা দাহ্য তরল পদার্থভর্তি একটি বোমা ছুঁড়ে মারে।
এতে বেশ কিছু কাগজপত্র এবং অন্যান্য সামগ্রী পুড়ে যায়। তাছাড়া কাছেই আরেকটি ভবনে স্প্রে দিয়ে লিখে দেয়া হয়- "নাৎসী রিপাবলিকানরা এই শহর ছেড়ে যা, না হলে..."।
রিপাবলিকান পার্টির এক নেতা একে 'রাজনৈতিক সন্ত্রাসবাদ' বলে বর্ণনা করেছেন। প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প এ জন্য ডেমোক্র্যাট সমর্থকদের দায়ী করেছেন।
তিনি এক টুইট বার্তায় লিখেছেন, "হিলারি ক্লিনটন ও 'ডেম'দের প্রতিনিধিত্বকারী জানোয়াররা নর্থ ক্যারোলাইনায় অরেঞ্জ কাউন্টিতে আমাদের অফিসে আগুনে বোমা মেরেছে, কারণ আমরা জিতছি।"
অন্যদিকে ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটন এ ঘটনাকে 'ভয়াবহ এবং অগ্রহণযোগ্য' বলে এর নিন্দা জানিয়েছেন।
এ ঘটনার পর অন্যান্য রিপাবলিকান কার্যালয়কে সতর্ক থাকতে বলা হয়েছে। পুলিশ ঘটনাটির তদন্ত করছে। বিবিসি বাংলা
১৭ অক্টোবর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি