আন্তর্জাতিক ডেস্ক : ফের ভারতের পাঞ্জাবের গুরদাসপুরে উড়ে এল বেলুন। বেলুনটি পাকিস্তান থেকে উড়ে এসেছে বলে সন্দেহ।
পুলিশ জানিয়েছে, পাঞ্জাবের গুরদাসপুরে পাক-ভারত সীমান্তের কাছে দেরা বাবা নানক সেক্টরে উড়ে এসেছে বেলুনটি। বেলুনটিকে হেফাজতে নিয়েছে পুলিশ। বেলুনটির সঙ্গে পাওয়া গিয়েছে একটি চিরকুট। তাতে দুই পাকিস্তানির নাম ও তিনটি মোবাইল নম্বর লেখা। তদন্ত শুরু করেছে পুলিশ।
উল্লেখ্য, এর আগেও গুরদাসপুরে উড়ে আসে বেলুন। পুলিশ এসে বেলুন দু’টি উদ্ধার করে। তাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করে উর্দুতে বার্তা লেখা ছিল। -এবিপি আনন্দ।
১৮ অক্টোবর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম