আন্তর্জাতিক ডেস্ক : সীমান্তে ভারত-পাকিস্তানের বৈরী সম্পর্কের মতোই স্যাটেলাইটের চোখে উজ্জ্বল ভাবে ধরা পড়লো দুই প্রতিবেশী দেশের সীমানা। দুই মাস আগে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা এই দৃশ্য ধারণ করে। পরে তা দেওয়া হয় ফেসবুক কর্তৃপক্ষকে।
দুদিন আগে তা ফেসবুক প্রকাশ করে। প্রকাশের পর শুধু মাত্র ফেসবুক থেকেই ১৭,০০০ ইউজার এই পোস্ট শেয়ার করেন।
ছবিতে দুই দেশের সীমান্তে উজ্জল রেখা দেখা যায়। এই সীমান্তকে বলা হয়ে থাকে বিশ্বের সব চেয়ে সুরক্ষিত সীমান্ত গুলোর একটি। দুই দেশের সীমান্তে আলোর রেখাগুলো কাঁটাতারের সঙ্গে থাকা লাইটের কথা কারণে বলে উল্লেখ করা হয়েছে রিপোর্টটিতে।
২০০৩ সালে ভারত সরকার পাকিস্তান সীমান্তে লাইটের ব্যবস্থা করে। তবে সম্প্রতি বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে ফিলামেন্ট বাতি সরিয়ে এলইডি লাইট দেওয়ার কথা বলেছে ভারত সরকার।
এর আগে ২০১১ সালে নাসা আরও একটি অনুরূপ একটি ছবি প্রকাশ করেছিলো। সূত্র: চ্যানেল আই
০৭ অক্টোবর ২০১৫/এমটিনিউজ২৪/সৈকত/এমএস