বুধবার, ১৯ অক্টোবর, ২০১৬, ১২:১৬:১৭

৬.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া

৬.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া

আন্তর্জাতিক ডেস্ক : ইন্দোনেশিয়ার জাভা দ্বীপসহ কয়েকটি স্থানে ৬ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় বুধবার সকাল ৭টা ২৫ মিনিটে পশ্চিম জাভার সুবাং এলাকার ১২০ কিলোমিটার উত্তর-পূর্বে ভূমিকম্প আঘাত হানে বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা-ইউএসজিএস।

ইন্দোনেশিয়ার জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা-বিএনপিবি জানিয়েছে, উত্তর বানতেন, পশ্চিম জাভা ও রাজধানী জাকার্তায় সর্বোচ্চ আট সেকেন্ড পর্যন্ত ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে এতে কেউ হতাহত হয়নি। এমনকি কোনো ক্ষয়ক্ষতিরও খবর পাওয়া যায়নি।

বিএনপিবির মুখপাত্র সুতোপো পুরো নুগরোহো বলেন, ভূমিকম্পের উপকেন্দ্র সমুদ্রপৃষ্ঠ থেকে ৬৫৪ কিলোমিটার গভীরে। এর ফলে ৬ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পেও বড় ক্ষতি হয়নি। -ইন্টারন্যাশনাল বিজনেস টাইমসের।
১৯ অক্টোবর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে