বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০১৬, ১০:২৩:০৫

কাশ্মীর, ফের পাক-ভারত সীমান্তে গোলাগুলি

কাশ্মীর, ফের পাক-ভারত সীমান্তে গোলাগুলি

আন্তর্জাতিক ডেস্ক : পাক-ভারত সীমান্তে ফের গোলাগুলির ঘটনা ঘটেছে। ভারতের অভিযোগ, গতকাল সন্ধ্যা থেকে ভারত অধিকৃত জম্মু-কাশ্মীরের রাজৌরি জেলার মাঞ্জাকোট সেক্টরে গুলি ছুড়তে শুরু করে পাকিস্তানি সেনারা। জবাবে পাল্টা গুলি ছোড়ে ভারতীয় সেনারাও। একইসঙ্গে বিম্বার গলি সেক্টরেও গুলিবর্ষণ করে পাক সেনারা। হতাহতের কোনও খবর নেই বলে জানিয়েছেন ভারতীয় প্রতিরক্ষা বিভাগের জনসংযোগ কর্মকর্তা।

মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত জম্মুর কাছে কঠুয়াতেও পাক সেনারা গুলিবর্ষণ করে। পাল্টা গুলি চালায় ভারতীয় জওয়ানরা।

পাক অধিকৃত কাশ্মীরে ভারতীয় সেনার সার্জিক্যাল স্ট্রাইকের পর এই নিয়ে জম্মু ও কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখা বরাবর এই নিয়ে ৩০ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করল পাকিস্তান। -এবিপি আনন্দ।
২০ অক্টোবর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে