আন্তর্জাতিক ডেস্ক : ভারত এবং চীনের যৌথ সেনা মহড়া। সীমান্ত এলাকার মানুষকে বিভিন্ন প্রতিকুলতা থেকে উদ্ধার করতে কীভাবে কাজ করা হবে, তার জন্যই জম্মু কাশ্মীরের লাদাখে ভারতীয় সেনার সঙ্গে একযোগে মহড়া দিল চীনের সেনা। খবর ইন্ডিয়া.কমের।
এনএসজি-তে ভারতকে সদস্যপদ দিতে অস্বীকার করা হোক কিম্বা কুখ্যাত জঙ্গি মাসুদ আজাহারকে নিষিদ্ধ ঘোষণা করার সিদ্ধান্ত, সবকিছুতেই ভারতের যুক্তিতে বাগড়া দিয়েছে চীন। এমনকী, উরি হামলা থেকে শুরু করে সার্জিক্যাল স্ট্রাইক, পাকিস্তানের পাশে থেকে ইসলামাবাদের পিঠ চাপড়েছে বেজিং। কিন্তু, এবার সেই পাকিস্তানের অভিন্ন হৃহয়ের বন্ধু চীনের সেনার সঙ্গেই যৌথ মহড়া দিল ভারতীয় সেনা।
সেনা ভিনি সূত্রে জানা যাচ্ছে, প্রাকৃতিক দুর্যোগ হোক কিম্বা অন্য কোনও জরুরি অবস্থায় কীভাবে সীমান্ত এলাকার মানুষকে নিরাপদে রাখা হবে বা অন্যত্র সরানো হবে, সেই বিষয়টি নিয়েই জোর দেওয়া হয়েছে প্রশিক্ষণে। পূর্ব লাদাখেই হয় ভারত এবং চীনের সেনার যৌথ মহড়া।
সূত্র বলছে, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ভারত এবং চীন একসঙ্গে যৌথ মহড়া দেয়। সেই রেশ টেনে এবং একই রকমভাবে ফের দুই দেশের সেনার যৌথ মহড়া হল লাদাখে। ভারতীয় সেনা বাহিনীর মহড়ার দায়িত্বে ছিলেন ব্রিগেডিয়ার আরএস রমন এবং, চীনা সেনার মহড়ার দায়িত্বে ছিলেন কর্নেল ফান জুন।
২০ অক্টোবর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি