বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০১৬, ০৫:৫২:৪৪

বিশ্ব ব্যাংকের এমডি হওয়ার পথে বাঙালী কণ্যা

বিশ্ব ব্যাংকের এমডি হওয়ার পথে বাঙালী কণ্যা

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের পক্ষ থেকে স্টেট ব্যাংকের চেয়ারপার্সন অরুন্ধতী ভট্টাচার্যকে মনোনীত করা হয়েছে বিশ্ব ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর এবং চিফ অপারেটিং অফিসার পদের জন্য৷ ভারতের একটি বাণিজ্যিক সংবাদ মাধ্যম এমনই রিপোর্ট প্রকাশ করেছে৷  তবে ওই পদে শেষমেশ পৌঁছাতে হলে আরও কয়েক ধাপ বাকী রয়েছে কারণ এজন্য বিশ্ব ব্যাংকের সদস্য দেশগুলির সমর্থন দরকার পড়বে৷

তবে অ্যামেরিকা ও  অন্যান্য ক্যাটেগরি -১ সদস্য দেশগুলি অর্থাৎ যাদের একটা বড় অংশ রয়েছে এই ইস্যুতে ভোট দেওয়ার অধিকার তারা ভারতের মনোনীত সদস্যকে সমর্থন করতে পারে বলে আশা প্রকাশ করা হয়েছে৷

প্রসঙ্গত ২০১৬ সালে জুলাই মাস থেকে এই পদটি ফাঁকা রয়েছে কারণ তখন ইন্দোনেশিয়ার অর্থনীতিবিদ মুলানি ইন্দ্রাবতী নিজের দেশে ফিরে যান সেখানকার অর্থমন্ত্রীর দায়িত্ব নিয়ে৷

বিশ্ব ব্যাংকের বোর্ড অফ গভর্নরস-এ মোট ১৮৯টি শেয়ার হোল্ডিং দেশ রয়েছে যারা ব্যাংকের নীতি নির্ধারণের ভূমিকা নেয়৷ তবে এরা বছরে একবার বৈঠক করে ফলে তারা নিজেদের মধ্যে থেকে ২৪জনকে বেছে নেয় এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে যারা দুসপ্তাহে এক বার বৈঠক করেন৷

বর্তমানে মুকেশ নন্দন রয়েছেন ভারত, ভূটান, শ্রীলঙ্কা, বাংলাদেশের প্রতিনিধি হিসেবে বোর্ড অফ ডিরেক্টর রূপে৷ ভারতের রয়েছে ২ শতাংশ ভোটাধিকার যেখানে অ্যামেরিকার রয়েছে ১৫ শতাংশ ভোটাধিকার৷ এক্ষেত্রে ভারতের মনোনীতকে এগিয়ে নিয়ে যেতে যথাযথ মার্কিন সমর্থন পাওয়াটা দরকার বলে মনে করছেন বিশেজ্ঞরা৷

২০ অক্টোবর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে