আন্তর্জাতিক ডেস্ক : ভারতের অশান্ত কাশ্মীরে শান্তি ফেরাতে সাহসী সিদ্ধান্ত নিল মেহবুবা মুফতি সরকার৷ বরখাস্ত করা হল ১২ জন সরকারি কর্মকর্তাকে৷ দেশ বিরোধী কার্যকলাপের সঙ্গে যুক্ত থাকার জন্যই এই কর্মকর্তাদের বরখাস্ত করা হয়েছে৷ বুধবার রাজ্য সরকারের তরফে এই কথা ঘোষণা করা হয়৷ জানানো হয়, আরও প্রায় ১০০ কর্মকর্তার উপর কড়া নজর রাখা হচ্ছে৷
সংঘর্ষ, বিক্ষোভ, অনুপ্রবেশ, হামলার জেরে তিন মাসেরও বেশি সময় ধরে অশান্তি বিরাজ করছে ভূস্বর্গে৷ এখনও বহু স্থানে বহাল কারফিউ৷ ভারতীয় সেনা, আধাসেনা, বিএসএফ, পুলিশের কড়া পাহারায় কার্যত স্তব্ধ কাশ্মীরের জনজীবন৷ মুফতি সরকার বারবার বলে এসেছে, উপত্যকার গুটিকয়েক মানুষের মদতেই হিংসায় প্ররোচনা দিচ্ছে পাক মদতপুষ্ট অনুপ্রবেশকারীরা৷ সেই ভিত্তিতেই তৈরি করা হয়েছিল একটি তালিকা৷ যার ভিত্তিতে বরখাস্ত করা হয়েছে ১২ কর্মকর্তাকে৷
দীর্ঘ ২৬ বছর পর এমন কড়া সিদ্ধান্ত নিলো জম্মু-কাশ্মীর সরকার৷ ১৯৯০ সালে রাজ্য সরকারের ৫ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছিল বিচ্ছিন্নতাবাদী কার্যকলাপের সঙ্গে জড়িত থাকার জন্য৷
২০ অক্টোবর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি