বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০১৬, ০৭:০৯:৪৪

বিক্ষোভে রণক্ষেত্র দক্ষিণ কলকাতা, আহত বিজেপির বহু নেতাকর্মী

বিক্ষোভে রণক্ষেত্র দক্ষিণ কলকাতা, আহত বিজেপির বহু নেতাকর্মী

আন্তর্জাতিক ডেস্ক : বিজেপির বিক্ষোভ কর্মসূচি ঘিরে রণক্ষেত্র দক্ষিণ কলকাতার সদাব্যস্ত হাজরা মোড় এলাকা। হাজরা মোড়। গতকাল আসানসোলে বাবুল সুপ্রিয়র ওপর হামলার প্রতিবাদে আজ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে বিক্ষোভ কর্মসূচির ডাক দেয় বিজেপি। দুপুরে কলকাতার রাসবিহারী মোড় থেকে হাজরার দিকে এগোয় বিজেপি কর্মী সমর্থকদের মিছিল।

মিছিলের নেতৃত্বে ছিলেন রূপা গাঙ্গুলি, রাহুল সিনহা, রীতেশ তেওয়ারিসহ বিজেপি নেতারা। হাজরা মোড়ের কাছে মিছিল আটকায় পুলিশ। তখনই মিছিলকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি শুরু হয়। সেই সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতেতে লাঠিচার্জ করে পুলিশ।

এরপরেই নিরাপত্তা বেষ্টনী ভাঙার চেষ্টা করেন বিজেপি কর্মীরা। সেই সময় ব্যাপক লাঠিচার্জ করে পুলিশ। বেশ কয়েকজন বিজেপি কর্মীর মাথা ফাটে। এরপরেই বিক্ষোভ ছডিয়ে পড়ে গোটা হাজরা এলাকায়। হাজরা মোড়ে বসে পড়েন রূপা গাঙ্গুলি। বিভিন্ন জায়গায় বিজেপির কর্মীদের লাঠিচার্জ করে হঠিয়ে দেওয়ার চেষ্টা করে পুলিশ। তবে অন্য রাস্তা দিয়ে ফের তারা হাজির হন পুলিশের সামনে। ফলে অশান্তি ছড়িয়ে পড়ে গোটা এলাকাতেই।

২০ অক্টোবর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে