বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০১৬, ০৭:৪২:১১

পাক-ভারত উত্তেজনা, তড়িঘড়ি এমন সিদ্ধান্ত পাকিস্তানের?

পাক-ভারত উত্তেজনা, তড়িঘড়ি এমন সিদ্ধান্ত পাকিস্তানের?

আন্তর্জাতিক ডেস্ক: পাক-ভারত উত্তেজনা চরমে। তাই এবার সংকট কাটাতে দ্বারস্থ হল পাকিস্তানের। আলোচনার জন্য ভারতকে তাদের মুখোমুখি করার জন্য আমেরিকার কাছে আবেদন জানাল পাক সরকার।

পাক সংবাদপত্র The Nation-এ প্রকাশিত রিপোর্টে পাকিস্তানের বিদেশমন্ত্রী জানিয়েছেন, পাকিস্তান যুদ্ধে নামতে চায় না। যদিও ভারত ও গোটা পশ্চিম দুনিয়া পাকিস্তানের সন্ত্রাস-বিরোধী অভিযান নিয়ে সন্দেহ প্রকাশ করে বলে স্বীকার করে নিয়েছেন তিনি। পাকিস্তান চাইলেও ভারত আলোচনা এড়িয়ে যাচ্ছে বলে আমেরিকার কাছে নালিশ করা হয়েছে পাক সরকারের তরফে। অন্য একটি পাক সংবাদপত্রের দাবি, পাকিস্তানকে জঙ্গি-বিরোধী অভিযান জোরদার করতে বলেছে আমেরিকা।

তবে উরি সন্ত্রাসের মত ঘটনায় পাকিস্তানের কোনও নেই বলেও দাবি করা হয়েছে ওই সংবাদপত্রে। এর আগেও ভারত আলোচনায় বসতে চায় না এমন অভিযোগ তুলেছে পাকিস্তান। রাষ্ট্রসংঘে এর জবাবও দিয়েছেন ভারতের বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ।-কলকাতা২৪
২০ অক্টোবর ২০১৬/এমটিনিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে