আন্তর্জাতিক ডেস্ক : কম্পিউটারের জন্মসূত্র রয়েছে পবিত্র বেদ-এ। এমনটাই দাবি করলেন ভারতের পুরীর শঙ্করাচার্য স্বামী নিশ্চলানন্দ সরস্বতী। বুধবার উত্তরপ্রদেশের লখনউ বিশ্ববিদ্যালয়ের মালব্য হলে উপস্থিত ছাত্রদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়েই এই কথা বলেন নিশ্চলানন্দ সরস্বতী।
তিনি বলেন, অথর্ববেদে এমন সব গণিত সূত্র রয়েছে যা অঙ্ককে আরও সহজ করে দেয়। এমনকি শূণ্য-এর ধারণাও এসেছে এখান থেকেই। যে সব গণিতের সমস্যার সমাধান পেতে ঘণ্টার পর ঘণ্টা লেগে যায়, তা মাত্র কয়েক মিনিটেই সমাধান করে দেওয়া যায় বৈদিক গণিতের সাহায্যে।
শুধু তাই নয়, স্বামী নিশ্চলানন্দ বলেন, বৈদিক বিজ্ঞানেই পাওয়া যায় পদার্থ বিদ্যা, গণিত, রাজনীতি এবং অন্যান্য বিজ্ঞান সম্পর্কে সুস্পষ্ট ধারণা।
লখনউ ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েশন আয়োজিত এই অনুষ্ঠানে পড়ুয়াদের সঙ্গে বেদ ছাড়াও বিজ্ঞান, ইতিহাস এবং তাদের কেরিয়ার নিয়ে আলোচনা করেন স্বামী নিশ্চলানন্দ।
২০ অক্টোবর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি