আন্তর্জাতিক ডেস্ক : ভারত ও পাকিস্তানের মধ্যে সমস্যা মেটাতে মধ্যস্ততাকারীর ভূমিকা নিতে চেয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। এবার মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থীর এই প্রস্তাবকে স্বাগত জানাল ইসলামাবাদ। খবর ইন্ডিয়া টাইমসের।
পাকিস্তানের বিদেশ মন্ত্রনালয়ের মুখপাত্র নাফিজ জাকারিয়া জানান, ‘আমরা মার্কিন বন্ধুদের বরাবরই আর্জি জানিয়ে এসেছি ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সমস্যা সমাধানে পদক্ষেপ করতে। বিশেষত কাশ্মীর নিয়ে যে সমস্যা চলছে।’ ডোনাল্ড ট্রাম্পের তরফে মধ্যস্ততার যে প্রস্তাব এসেছে, তারা স্বাগত জানাচ্ছেন বলেও জানিয়েছেন জাকারিয়া।
সম্প্রতি হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, ‘আমি চাই, পরমাণু শক্তিধর ভারত-পাকিস্তানের মধ্যে সুসম্পর্ক তৈরি হোক। সুযোগ পেলে, তা স্থাপনে আমি মধ্যস্ততাকারীর ভূমিকা নিতে পারি। আমার আশা, দুই দেশ এই প্রস্তাবে রাজি হবে।’
২০ অক্টোবর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি