আন্তর্জাতিক ডেস্ক : প্রেসিডেন্ট নির্বাচনের জন্যে যেদিন থেকে তার নাম প্রকাশ্যে এসেছে, সেই দিন থেকে বিতর্ক তার সর্বক্ষণের সঙ্গী। বেশিরভাগ সময়েই তার নাম জড়িয়েছে বিভিন্ন নারী ঘটিত কারণে। কখনও নারী বিরোধী উক্তি আবার কখনও সামনে এসেছে বিভিন্ন সময়ে মহিলাদের সঙ্গে করা তার অভব্য আচরণের কথা।
বার বার তার বিরুদ্ধে আনা এই সব অভিযোগ তিনি খারিজ করেছেন। তবে সম্প্রতি ফক্স নিউজের একটি ডিবেটে এসে যখন ডোনাল্ড ট্রাম্প দাবি করেন যে মহিলাদের তিনি শ্রদ্ধার চোখে দেখেন, তখন অট্টহাসিতে ফেটে পড়েন উপস্থিত দর্শকরা।
অবশেষে হস্তক্ষেপ করতে হয় শো-এর উপস্থাপক ক্রিস ওয়ালেসকে। তিনি উপস্থিত দর্শকদের কাছে আর্জি জানান, তারা যেন শান্ত হয়ে বসেন। ট্রাম্পের কথায় দর্শকদের এই প্রতিক্রিয়ায় জানান দেয় তার দাবি কোনওভাবেই গ্রহণযোগ্য নয়।
২০ অক্টোবর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি