আন্তর্জাতিক ডেস্ক : কেঁপে উঠল জাপান। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬.৬। আমেরিকার জিওলজিক্যাল সার্ভের পক্ষ থেকে। তবে তেমন কোনও ক্ষয়ক্ষতির খবর এখনও পর্যন্ত পাওয়া যায়নি, যদিও পশ্চিম জাপানের বহু জায়গায় ফাটল ধরেছে বলে বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে।
মাঝেমাঝেই ভূমিকম্প আঘাত হানে জাপানে। তবে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা এতটাই শক্তিশালী যে ভয়াবহ ভূমিকম্পও অনেকসময় খুব একটা ক্ষয়ক্ষতি করতে পারে না তার।
উল্লেখ্য, ২০১১ সমুদ্রতলদেশীয় কম্পনে জাপানের উত্তর-পূর্ব উপকূল বিধ্বস্ত হয়ে যায়৷ প্রায় ১৮,০০০-এর বেশি মানুষ মৃত এবং নিঁখোজ হয়ে যায়৷ গত এপ্রিলে, দুটি শক্তিশালী ভূমিকম্প দক্ষিণ জাপানে আঘাত হানে৷ শুধু তাই নয়, এর আফটার শকের সংখ্যা ছিল ১,৭০০-এরও বেশি৷ মৃতের সংখ্যা প্রায় ৫০ ছাড়িয়ে যায়। -কলকাতা২৪।
২১ অক্টোবর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম