শুক্রবার, ২১ অক্টোবর, ২০১৬, ০১:৪২:২৫

কাম্মীর সীমান্তে ভারতের জঙ্গি তল্লাশি অভিযানের মধ্যে পাক সেনাদের গুলি

কাম্মীর সীমান্তে ভারতের জঙ্গি তল্লাশি অভিযানের মধ্যে পাক সেনাদের গুলি

আন্তর্জাতিক ডেস্ক : আরও উত্তপ্ত হয়ে উঠেছে কাশ্মীরে পাক-ভারত সীমান্ত। ভারত সীমান্তে জঙ্গি তল্লাশি অভিযান শুরুর পাকিস্তানি রেঞ্জার্স আবারও যুদ্ধ বিরতি চুক্তি লঙ্ঘন করেছে বলে কলকাতার একটি সংবাদমাধ্যম দাবি করেছে।

এক প্রতিবেদনে বলা হয়েছে, এদিন সকাল থেকেই উত্তপ্ত জম্মু-কাশ্মীরে হীরানগর সেক্টর৷ এখানকার ববিয়া পোস্ট লক্ষ্য করে চালায় পাকিস্তান রেঞ্জার্স৷ জবাব দেয় বিএসএফ। সংবাদ সংস্থা এএনআই জানাচ্ছে, গুলিতে জখম হয়েছেন এক ভারতীয় জওয়ান।

এতে বলা হয়েছে, বিএসএফের দাবি, নিহত হয়েছে এক পাকিস্তানি রেঞ্জার৷ বারামুলায় লুকিয়ে থাকা জঙ্গিদের খোঁজে অভিযান শুরু হতেই ফের সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন পাকিস্তানের। জম্মু-কাশ্মীরের হিরণনগর সেক্টরের  এলাকাবাসী সন্ত্রস্ত৷ এরই মাঝে উপত্যকায় চলছে তল্লাশি অভিযান।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, সীমান্ত সংলগ্ন এলাকায় অনেক গ্রামে লুকিয়ে রয়েছে পাকিস্তানি মদতপুষ্ট জঙ্গিরা। এই খবর আসতেই তল্লাশিতে সেনা ও পুলিশ। চলতি সপ্তাহে এ নিয়ে দ্বিতীয়বার তল্লাশি অভিযান হচ্ছে। এর আগে বারামুলাতে অভিযান চলাকালীন পাকিস্তান ও চীনের পতাকা উদ্ধার করা হয়েছে। সন্দেহভাজন ৪৪ জনকে আটক করা হয়। -কলকাতা২৪।
২১ অক্টোবর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে