শুক্রবার, ২১ অক্টোবর, ২০১৬, ০৬:১৭:১৪

সন্ত্রাসমুক্ত পরিবেশে সার্ক সম্মেলন চায় ভারত

সন্ত্রাসমুক্ত পরিবেশে সার্ক সম্মেলন চায় ভারত

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানকে বাদ দিয়ে সার্ক সম্মেলন করা উদ্দেশ্য নয়, বরং সন্ত্রাসের আবহমুক্ত পরিবেশেই সার্ক বৈঠক চায় ভারত৷ বৃহস্পতিবার দিল্লিতে ভারতের এই মনোভাবের কথা স্পষ্ট করেছেন, ভারতের পররাষ্ট্র মুখপাত্র বিকাশ স্বরূপ৷ খবর সংবাদ প্রতিদিনের।

এদিন তিনি বলেন, “সার্ক অন্তর্ভুক্ত দেশগুলির মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতা ও অর্থনৈতিক সহাবস্থান রক্ষা করাই আমাদের সরকারের কাছে প্রধান উদ্দেশ্য৷ সার্ক যাতে অটুট থাকে সেদিকেই আমাদের আগ্রহ রয়েছে৷”

সার্ক অটুট রাখার কথা বললেও স্বরূপ এদিন নাম না করেই ফের প্রতিবেশী পাকিস্তানের সমালোচনা করেন৷ সার্কের জন্য সন্ত্রাসের আবহমুক্ত পরিবেশের প্রয়োজনের কথা উল্লেখ করে তিনি আরও বলেন, “সার্কের জন্য যে সন্ত্রাসমুক্ত পরিবেশের প্রয়োজন রয়েছে আমাদের এক প্রতিবেশীর কর্মকাণ্ডের জন্য তা বিঘ্নিত হচ্ছে৷” আর সে কারণেই ভারত ইসলামাবাদে সার্কের বৈঠকে যোগ দিতে পারছে না বলেও তিনি মন্তব্য করেন৷

ভারত যে সার্ক থেকে পাকিস্তানকে বাদ দিতে আগ্রহী নয় বরং তারা যাতে নিজেদের পরিবর্তন করে সুস্থ পরিবেশ তৈরি করে সেদিকে তাকিয়ে আছে এদিন স্বরূপের মন্তব্য থেকে সে কথাও বোঝা গিয়েছে৷ তিনি জানিয়েছেন, “স্নানের গামলা থেকে বাচ্চাকে ফেলে দেওয়াটা আমাদের উদ্দেশ্য নয়, তাকে পরিষ্কার করাটাই আমাদের উদ্দেশ্য৷”

২১ অক্টোবর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে