শুক্রবার, ২১ অক্টোবর, ২০১৬, ০৬:৪২:৩১

সমঝোতা লঙ্ঘন করে ইয়েমেনে হামলা চালালো সৌদি

সমঝোতা লঙ্ঘন করে ইয়েমেনে হামলা চালালো সৌদি

আন্তর্জাতিক ডেস্ক: গত দেড় বছরের সৌদি বিমান হামলার ফলে ক্ষতিগ্রস্ত ও আটকে পড়া বেসামরিক নাগরিকদের কাছে মানবিক ত্রাণ পৌঁছে দেয়ার লক্ষ্যে এ যুদ্ধবিরতি ঘোষণা করা হয়। কিন্তু সে সমঝোতা লঙ্ঘন করে ইয়েমেনে বিমান হামলা চালালো সৌদি আরব।-খবর এএফপি।

বৃহস্পতিবার দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় আমরান প্রদেশের হার্‌ফ সুফিয়ান এলাকার একটি সেতুর ওপর বোমাবর্ষণ করে সৌদি জঙ্গিবিমান। এতে তিন ব্যক্তি নিহত হয়। এ ছাড়া, সা’দা প্রদেশের বাকিম জেলার একটি বাড়িতে সৌদি বিমান হামলায় নিহত হয় আরো তিন ব্যক্তি।

জাতিসংঘের মধ্যস্থতায় ঘোষিত যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইয়েমেনের আমরান ও সা’দা প্রদেশে বিমান হামলা চালিয়েছে সৌদি আরব। বেসামরিক লক্ষ্যবস্তুতে চালানো এসব হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছে।

এর আগে বুধবার মধ্যরাত থেকে ইয়েমেনে ৭২ ঘণ্টার জন্য যুদ্ধবিরতি কার্যকর হওয়ার ঘোষণা দেয় জাতিসংঘ। সংস্থাটির ইয়েমেনে বিষয়ক বিশেষ দূত শেইখ আহমেদ জানান, যুদ্ধরত সব পক্ষের সম্মতি নিয়ে তিনি এ যুদ্ধবিরতি ঘোষণা করছেন।

এদিকে জাতিসংঘের একটি পর্যবেক্ষ গ্রুপ নিরাপত্তা পরিষদকে জানিয়েছে, গত ৮ অক্টোবর সানায় জানাযার নামাজে বিমান হামলা চালিয়ে আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘন করেছে রিয়াদ। ওই হামলায় অন্তত ১৪০ ব্যক্তি নিহত হয়।
২১ অক্টোবর,২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে