শুক্রবার, ২১ অক্টোবর, ২০১৬, ০৮:২৮:১০

সাহিত্যে নোবেল নিয়ে চলছে নাটকীয়তা

সাহিত্যে নোবেল নিয়ে চলছে নাটকীয়তা

আন্তর্জাতিক ডেস্ক: সাহিত্যে নোবেল প্রাপ্তির এক সপ্তাহ পর অর্জনটির স্বীকৃতি বব ডিলান দিয়েছে বলে খুঁজে পায় বিশ্ববাসী। তার গানের বইয়ের প্রচারণার জন্য একটি পেজে  নতুন পরিচয় “সাহিত্যে নোবেল জয়ী” হিসেবে অ্যাখ্যায়িত হন তিনি। কিন্তু এখন আবারও সেই পরিচয়টি সরিয়ে নেয়া হয়েছে,  এখন যেখানে লেখা শুধু বব ডিলান।

কিংবদন্তী মার্কিন গীতিকার, গায়ক বব ডিলান ১৩ অক্টোবর মার্কিন ঐতিহ্যবাহী সঙ্গীতে নতুন কাব্যিক ধারা যোগ করার স্বীকৃতস্বরূপ সাহিত্যে নোবেল পুরস্কার পান। এর পর থেকেই  এ বিষয়ে তার কোন বক্তব্য পাওয়া যায়নি। নোবেল কমিটিও তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হন।

অবশেষে নিজের ওয়েবসাইটে এই অর্জনের ঘোষণা দিয়ে স্বীকৃতি খুঁজে পেলেও এখন আবার আগের মতোই অন্ধকারে সবাই। নোবেল পুরষ্কার প্রাপ্ত কিংবদন্তি শিল্পী, গীতিকার বব ডিলান যে সমাজ চেতনার কথা বলেন তার গানে, সেটি এই সমাজের সঙ্গে সাংঘর্ষিক এবং পুঁজিবাদ হচ্ছে তার সমালোচনার মূল কেন্দ্র। নোবেল স্বীকৃতির ব্যাপারে এখনও তিনি নীরব। এ কারণে জল্পনা কল্পনা আরো বেড়েই চলেছে।
২১ অক্টোবর,২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে