আন্তর্জাতিক ডেস্ক : জঙ্গিদের প্রেমিকা ও স্ত্রীরা প্রয়োজনে শহর ছেড়ে যেতে পারেন। আই এস প্রধান আবু বকর আল বাগদাদির এই অনুমতির পরেই দেখা যাচ্ছে অন্য চিত্র। প্রাণের ভয়ে মেয়েদের পোশাক পরে পালাচ্ছে আই এস জঙ্গিরাই। মোসুলের কাছে কুর্দি সেনার হাতে মহিলার বেশে ধরা পড়েছেন এমনই দুই জঙ্গি। ইরাকি সেনা ও যৌথবাহিনীর আক্রমণে ভয় পেয়ে এমন পদক্ষেপ নিচ্ছে জঙ্গিরা।
মোসুলে ইরাকি সেনা ও কুর্দি বাহিনীর যৌথ আক্রমণে ইতিমধ্যেই দিশেহারা তারা। মোসুলকে আই এস মুক্ত করতে উঠে পড়ে লেগেছে আমেরিকা-রাশিয়া সহ পশ্চিমী দেশগুলো। চতুর্থ দিনেও তাই জারি লড়াই। আকাশপথে চলছে বোমা বর্ষণ। তেলের ট্যাঙ্কারে আগুন ধরিয়েও রেহাই নেই। ড্রোনের মাধ্যমে জঙ্গি ঘাঁটিগুলো খুঁজে ধ্বংস করছে যৌথবাহিনী।
এদিকে, মার্কিন সেনাবাহিনীর মেজর জেনারেল গ্যারি ভোলেস্কি জানান,‘বৃহস্পতিবারের পর থেকে আই এস নেতারা মোসুল ছেড়ে পালানোর চেষ্টা করছে।’ অন্যদিকে, অপর এক সেনা অফিসার বললেন,‘খুব তাড়াতাড়ি মোসুলকে আই এস জঙ্গি মুক্ত করা যাবে না। একমাস সময় লাগবে।’ তথ্যসূত্র : আজকাল
২১ অক্টোবর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি