শনিবার, ২২ অক্টোবর, ২০১৬, ০৩:৩৬:২৬

মোবাইল চুরির অমানবিক সাজা!

মোবাইল চুরির অমানবিক সাজা!

আন্তর্জাতিক ডেস্ক: নেহাত সন্দেহের বশে চারজনকে বেধড়ক পিটিয়ে, শারীরিক অমানবিক নির্যাতন, পায়ুছিদ্রে ইনজেক্ট করা হল পেট্রল। তাদের মধ্যে দু'জন আবার নাবালক। যদিও এরাই যে 'মোবাইল চোর', এমন অকাট্য প্রমাণ কিন্তু ছিল না। এই অমানবিক, বর্বরোচিত ঘটনাটি ঘটেছে রাজধানী দিল্লি থেকে মাত্র ২০ কিলোমিটার দূরে, উত্তরপ্রদেশের গাজিয়াবাদ শহরে। এই সময়ের এক প্রতিবেদনে এই খবর জানা যায়।

হোয়াটসঅ্যাপে ছড়িয়ে পড়া এই ঘটনার ছবির সূত্র ধরে এখনও পর্যন্ত ২ জনকে পুলিশ গ্রেপ্তার করেছে। ধৃতদের মধ্যে রয়েছে শাসকদল সমাজবাদী পার্টির এক প্রভাবশালী নেতার ভাই রিজওয়ান কুরেশি। পুলিশ সুপার রাকেশ পান্ডে জানান, গাজিয়াবাদ শহরে কুরেশি একটি ডেয়ারি চালায়।

গত সপ্তাহে তার মোবাইল ফোনটি হারিয়ে গেলে প্রতিবেশী চার জনকে সে সন্দেহ করে। কুরেশির সন্দেহ, জাহির বেগ (১৭), গুলজার (১৬), ফিমো (২৫) ও ফিরোজ (২৫)-এর মধ্যে কেউ তার ফোনটি চুরি করেছে।

নিজের দলবল দিয়ে ওই চার জনকে ডেয়ারিতে তুলে এনে এরপর বেধড়ক পেটানো হয়। তাতেও হারিয়ে যাওয়া তার মোবাইল ফোনটির হদিশ না মেলায়, ইঞ্জেকশনের সিরিঞ্জ দিয়ে চার জনের পায়ুছিদ্রে পেট্রল ইনজেক্ট করা হয়। এই ঘটনার জেরে চারজনই অসুস্থ হয়ে পড়ে। ডাক্তাররা জানিয়েছেন, দুই নাবালক জাহির ও গুলজারের অবস্থা আশঙ্কাজনক।

২২ অক্টোবর,২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/সবুজ/এসএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে