আন্তর্জাতিক ডেস্ক : এবার আমেরিকার ফার্স্ট লেডি মিশেল ওবামাকে টার্গেট করে আক্রমণাত্মক মন্তব্য করে বসলেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ‘মিশেল ওবামা তার প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিনটনের জন্য প্রচারণা ছাড়া আর কিছুই করতে চান না। অথচ আগে তিনিই হিলারির যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন।’
নর্থ ক্যারোলাইনার এক নির্বাচনী উদ্দেশ্যে র্যালিতে এসব কথা বলেন ট্রাম্প। তিনি যুক্তরাষ্ট্রের নেতৃত্বকে ‘বাচ্চাকাচ্চা’ আর ‘ব্যর্থ’ বলে অভিহিত করেন।
শুধু তাই নয়, র্যালিতে ট্রাম্প দাবি করেন, ২০০৭ সালে মিশেল ওবামা বলেছিলেন, হিলারি ক্লিনটন হোয়াইট হাউজ পরিচালনার জন্য যোগ্য নন। হিলারি ক্লিনটনের বিপক্ষে ওই সময় বারাক ওবামা প্রেসিডেন্ট পদে মনোনয়নের জন্য লড়ছিলেন।
“আমি দেখতে পাচ্ছি মিশেল ওবামা হিলারিকে কতটা পছন্দ করেন,” বলেন ডোনাল্ড ট্রাম্প, “কিন্তু তিনিই না (হিলারিকে উদ্দেশ্য করে) বলেছিলেন, ‘তুমি যদি নিজের ঘরের খেয়াল রাখতে না পার, তুমি হোয়াইট হাউজ বা দেশের খেয়ালও রাখতে পারবে না’? সেই কথা এখন কোথায়? সেটা তো এখন শুনি না।”
ট্রাম্পের এ বক্তব্য মেনে নিতে অস্বীকৃতি জানিয়েছে হিলারির পক্ষে ওবামা জুটির প্রচারণা দল। ২০০৭ সালের ওই সময়টা থেকেই এ সম্পর্কে সমালোচকরা বলে আসছেন, কথাটা মিশেল স্বামী বিল ক্লিনটনের সঙ্গে হিলারির দাম্পত্য সম্পর্ক নিয়ে খোঁচা দিয়ে বলেছেন।
তবে এবার ট্রাম্প আবারও বক্তব্যটি উল্লেখ করার পর ওবামা প্রচারণা দলটি বলছে, হিলারির দাম্পত্য সম্পর্ক নয়, বরং প্রচারণা চালানোর সময় সন্তানদের সামলানোর ব্যাপারে নিজেদের কষ্টের কথা বলেছিলেন মিশেল।
এর পক্ষে প্রমাণ হিসেবে উল্লেখ করা হয়েছে মিশেলের বক্তব্যের পরের অংশটি: “এজন্য আমরা সময়সূচিটা এমনভাবে ঠিক করেছি যেন আমাদের মেয়েরাই সবসময় আগে গুরুত্ব পায়।”
২২ অক্টোবর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম