শনিবার, ২২ অক্টোবর, ২০১৬, ০১:৩০:৩৪

ক্যামেরার সামনেই নারী রিপোর্টারকে চড় মারল পাক পুলিশ, কিন্তু কেন?

ক্যামেরার সামনেই নারী রিপোর্টারকে চড় মারল পাক পুলিশ, কিন্তু কেন?

আন্তর্জাতিক ডেস্ক : সম্প্রতি পাকিস্তানের এক নারী সাংবাদিককে পুলিশের চড় মারার ঘটনায় সমালোচনার ঝড় ওঠেছে। পুরো ভিডিও ইন্টারনেটে আসতে না আসতেই ভাইরাল  হয়ে উঠেছে। পাকিস্তানের করাচিতে অবস্থিত পাকিস্তান ডেটাবেজ অ্যান্ড রেজিস্ট্রেশন অথরিটি (নদ্রা) কার্যালয়ের সামনে এ অনাকাঙ্খিত ঘটনাটি ঘটেছে।

জনদুর্ভোগ নিয়ে রিপোর্ট করার সময় সায়মা কানওয়াল নামের ওই টেলিভিশন রিপোর্টারকে চড় মারে পুলিশ। ভিডিওতে দেখা যায়, প্রথমে অভিযুক্ত ওই পুলিশ ক্যামেরাম্যানকে থামানোর চেষ্টা করেন। গণমাধ্যমের কাজে বাধা দেয়ায় পরে ওই অভিযুক্ত পুলিশের ভিডিও ক্যামেরায় ধারণ করতে নির্দেশ দেন রিপোর্টার। তাতে ক্ষিপ্ত হয়ে ওই পুলিশ কর্মকর্তা সাংবাদিক সায়মাকেই চড় মেরে বসেন।

এ ঘটনায় গুলবাহার থানা পুলিশ ওই অভিযুক্তের বিরুদ্ধে মামলা করেছে। অভিযুক্ত পুলিশকে কাঠগড়ায় তুলতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি চাওয়া হয়েছে। এদিকে, প্রাতিষ্ঠানিক কার্যক্রমে হট্টগোল সৃষ্ঠির অভিযোগে ওই টিভি চ্যানেলের কর্মীদের বিপক্ষেও একটি এফআইয়ার করেছে পাকিস্তান ডেটাবেজ অ্যান্ড রেজিস্ট্রেশন অথরিটি (নদ্রা)।
২২ অক্টোবর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে