আন্তর্জাতিক ডেস্ক: মিসরের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে ২০ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত। শনিবার দেশটির বিচার বিভাগীয় সূত্র এ তথ্য নিশ্চিত করে।
এবিসি নিউজে বলা হয়, ২০১২ সালে দেশটিতে বিক্ষোভের সময় হত্যার দায়ে মুরসিকে অভিযুক্ত করে তার বিরুদ্ধে এই প্রথম চূড়ান্ত রায় দেয়া হলো।
মুরসি মিসরের প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট ছিলেন।
ফিলিস্তিনি সংগঠন হামাসের সঙ্গে আঁতাতের মাধ্যমে মিসরে অস্থিতিশীলতা তৈরির চেষ্টাসহ বেশ কয়েকটি অভিযোগ করা হয় তার বিরুদ্ধে।
২২ অক্টোবর,২০১৬/ এমটি নিউজ২৪ ডটকম/আ শি/এএস