শনিবার, ২২ অক্টোবর, ২০১৬, ০৯:০৯:৩৩

ক্যামেরুনে ভয়াবহ রেল দুর্ঘটনা, নিহত ৫৫, আহত ৫৭৫

ক্যামেরুনে ভয়াবহ রেল দুর্ঘটনা, নিহত ৫৫, আহত ৫৭৫

আন্তর্জাতিক ডেস্ক : লাইনচ্যুত হয়ে ভয়াবহ রেল দুর্ঘটনা ঘটল ক্যামেরুনে। ঘটনায় ৫৫ জন যাত্রীর মৃত্যু হয়েছে, আহত প্রায় ৫৭৫ যাত্রী।সকাল ১১টার দিকে ক্যামেরুনের রাজধানী ইয়াওয়ুন্ডে থেকে বাণিজ্য-হাব ডোউয়ালায় যাচ্ছিল লোকাল ট্রেনটি। খবর ইন্ডিয়া টাইমসের।

বিশেষত, দুটি শহরে যাতায়াত করেত যে রাস্তা রয়েছে, তা অধিকাংশ সময়ই যানজটে বন্ধ থাকে। ফলে রাস্তায় ব্যাপক যানজট এড়াতেই যাত্রীরা ট্রেনে যাতায়াত করেন। ফলে ট্রেনটিতে বেশ ভিড়ও ছিল।

স্টেট ব্রডকাস্টার মন্ত্রী ৫৫ জনের মৃত্যু ঘোষণা করেছেন। আহতের সংখ্যা ৫৭৫জন। এরপরও বাড়তে পারে আহতের সংখ্যা। তিনি আরও বলেন, এই ঘটনার কারণ এখনও পর্যন্ত জানা সম্ভব হয়নি। তবে আহতদের বেশিরভাগই গুরুতর অবস্থা। তাদেরকে সরকারি ও বেসরকারি হাসাপাতালে ভর্তি করা হয়েছে।

রেলকোম্পানি ক্যামরেল ঘোষণা করেছে, দুর্ঘটনা থেকে উদ্ধারের জন্য নিরাপত্তা বাহিনি পাঠানো হয়েছে। চালু করা হয়েছে ইমার্জেন্সি পরিষেবাও।

দুটি শহরের মধ্যবর্তী এই রেললাইনটি সবচেয়ে ব্যস্ত থাকে। ট্রাফিক আইন না মেনে এখানে যথেচ্ছভাবে গাড়ি যাতায়াত করা হয়। লাইনে একটি মালবোঝাই ট্রাক এসে পড়ায় ট্রেনটি লাইনচ্যুত হয়।

২২ অক্টোবর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে