রবিবার, ২৩ অক্টোবর, ২০১৬, ০৪:২৫:১৬

পাঁচ মিনিটেই গায়েব ৩৫ হাজার টাকা! বাড়ছে আতঙ্ক

পাঁচ মিনিটেই গায়েব ৩৫ হাজার টাকা! বাড়ছে আতঙ্ক

আন্তর্জাতিক ডেস্ক: প্রাক্তন রেল-কর্মীর ব্যাংক অ্যাকাউন্ট থেকে গায়েব ৩৫ হাজার টাকা৷ হাওড়ার নিশ্চিন্দি থানা এলাকার বালিহল্ট ঘোষপাড়ার বাসিন্দা প্রাক্তন রেল-কর্মী শিখা মুখোপাধ্যায়ের ব্যাংক অ্যাকাউন্ট থেকে বেশ কয়েক দফায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে মোট ৩৪ হাজার ৪৫৬ টাকা তুলে নেওয়ার অভিযোগ উঠেছে। প্রতারিত হওয়ার ঘটনা জানতে পেরে থানায় অভিযোগ দায়ের করেছেন প্রাক্তন রেল কর্মী।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বালিহল্টের বাসিন্দা শিখা মুখোপাধ্যায়ের মোবাইলে গতকাল সকাল সাড়ে নটা নাগাদ একটি ফোন আসে৷ এটিএম কার্ড ব্লক করে দেওয়ার কথা বলে, আধার কার্ডের নম্বর জানতে চাওয়া হয়৷পিন নম্বর জানতে না চাওয়ায় বিশেষ সন্দেহ হয়নি তাঁর৷

ফোনের ওপার থেকে জানতে চাওয়া তথ্যগুলি দেওয়ার পর পাঁচ মিনিটে প্রায় ১৮ বার ফোন আসে শিখা দেবীর মোবাইলে৷ এরপরই মুম্বাই নাগপুরের বিভিন্ন এটিএম থেকে পাঁচবারে মোট ৩৫ হাজার টাকা তুলে নেওয়া হয়।  সকালে বিষয়টি বুঝতে পারেন তিনি৷ বিষয়টি জানা জানি হতেই নিশ্চিন্তে থানায় অভিযোগ দায়ের করেন তিনি৷

এর আগেও, স্টেট ব্যাংকের অ্যাকাউন্ট থেকে ৭২ হাজার ৩৫৫ টাকা গায়েব হয়ে যাওয়ার অভিযোগ তোলেন হাওড়ার উলুবেড়িয়ার বাসিন্দা রাজু দত্ত। সংবাদমাধ্যমে ডেবিট কার্ড জালিয়াতি নিয়ে খবর প্রকাশ হওয়ার পর  গত বৃহস্পতিবার এটিএমে গিয়ে ব্যালেন্স দেখেন রাজু। রসিদ দেখার পরেই মাথায় হাত পড়ে তাঁর।

তিনি দেখেন এটিএম থেকে বের হওয়া স্টেট ব্যাংকের রসিদ অনুযায়ী তাঁর অ্যাকাউন্ট থেকে ৭২ হাজার ৩৫৫ টাকা ৬ ও ৭ অক্টোবর দিল্লি ও গুড়গাঁওয়ের বিভিন্ন এটিএম কাউন্টার থেকে তুলে নেওয়া হয়েছে। এই ঘটনা জানার পরেই বিষয়টি নিয়ে অভিযোগ জানাতে প্রথমে স্থানীয় ব্যাংকের শাখায় যান পরে উলুবেড়িয়া থানায় একটি অভিযোগও দায়ের করেন। কিন্তু, এখনও পর্যন্ত সমস্যার কোনও সমাধান হয়নি৷

গত সপ্তাহেই ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অব ইন্ডিয়া জানিয়ে দেয়,  ১৯টি ব্যাংকের ৬৪১ জন গ্রাহকের ১ কোটি ৩০ লক্ষ টাকা ইতোমধ্যেই গায়েব হয়ে গিয়েছে। যত সংখ্যক ডেবিট কার্ড ক্ষতিগ্রস্ত হয়েছে তার মধ্যে ২৬ লক্ষ ৫০ হাজার ভিসা ও মাস্টার কার্ড। ৬ লক্ষ কার্ড রুপে। ৯০টি এটিএম থেকে জালিয়াতির খবর মিলেছে।

এই খবর প্রকাশ্যে আসতেই গোটা দেশ জুড়ে আতঙ্ক তৈরি হয়৷ গ্রাহকদের সচেতন করতে তৎপরতাও শুরু হয়৷ নিজস্ব গ্রাহকদের উদ্দেশ্যে সতর্ক জারি করে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। টাকা তুলতে এসবিআই-র এটিএমই ব্যবহারের পরামর্শও দেয় এসবিআই কর্তৃপক্ষ৷

জানা গিয়েছে, ইতোমধ্যেই এরকম ৬ লক্ষ গ্রাহককে নতুন করে ডেবিট কার্ড ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে। অন্যান্য ব্যাংকগুলি গ্রাহকদের দ্রুত পিন নম্বর বদলে ফেলার অনুরোধ করেছে। এমনকি আন্তর্জাতিক লেনদেনে পিন প্রয়োজন হয় না বলে, সেই সব লেনদেনও আপাতত বন্ধ করেছে ব্যাঙ্কগুলি। সূত্রের খবর, হিতাচি পেমেন্ট সিস্টেমে ‘ম্যালওয়্যা’ নামক ভাইরাস হামলা করেছে বলে মনে করা হচ্ছে। তার জেরেই এই সমস্যা বলে প্রাথমিক অনুমান করা হচ্ছে।-কলকাতা২৪

২৩ অক্টোবর ২০১৬/এমটিনিউজ২৪/ফিরোজ/এফএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে