আন্তর্জাতিক ডেস্ক: কালো টাকা উদ্ধারের প্রসঙ্গে এবার ‘সার্জিক্যাল স্ট্রাইক’-এর উপমা টানলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সম্প্রতি কেন্দ্র সরকারের আয় ঘোষণা প্রকল্পে প্রকাশ্যে এসেছে ৬৫,০০০ কোটি টাকা। শনিবার তা উল্লেখ করেই প্রধানমন্ত্রী বলেন, কল্পনা করুন, সরকার যদি এই ক্ষেত্রেও সার্জিক্যাল স্ট্রাইকের পথ অবলম্বন করত তবে কী হত!
গুজরাতের ভাদোদরায় দিব্যাঙ্গদের যান্ত্রিক অনুষঙ্গ প্রদানের এক শিবিরে মোদি বলেন, “কালো টাকা প্রকাশের জন্য আমরা ক’টা দিন সময় দিয়েছিলাম৷ আপনারা জানলে খুশি হবেন, ৬৫,০০০ কোটি টাকা অর্থনীতির মূলস্রোতে এসেছে৷ সেই সঙ্গে কর ও জরিমানাও কোষাগারে এসেছে৷ অন্যদিকে, ভরতুকির অর্থ সরাসরি প্রাপকের ব্যাঙ্ক অ্যাকাউণ্টে জমার ব্যবস্থায় কোষগারে ৩৬,০০০ কোটি টাকা সাশ্রয় হয়েছে৷ এর অর্থ, মোট ১ লক্ষ কোটি টাকা প্রকাশ্যে এসেছে৷”
ভারতের প্রধানমন্ত্রী বলেন, “এই ১ লক্ষ কোটি টাকা এসেছে কোনও সার্জিক্যাল স্ট্রাইক ছাড়াই৷”
সাম্প্রতিক কালে সর্বাধিক আলোচিত শব্দবন্ধ হল ‘সার্জিক্যাল স্ট্রাইক’৷ উরি হামলার পরিপ্রেক্ষিতে ভারতীয় বাহিনী নিয়ন্ত্রণরেখা পেরিয়ে পাক অধিকৃত কাশ্মীরে ঢুকে জঙ্গিদের সাতটি লঞ্চিং প্যাড ধবংস করে দেয়৷ ঘটনায় তিরিশ জঙ্গি নিহত হয়৷ এদিন, কালো টাকা উদ্ধার প্রসঙ্গে সার্জিক্যাল স্ট্রাইকের প্রসঙ্গ উত্থাপন করে কি মোদি কালো টাকার মালিকদের সতর্ক করলেন? শুরু হয়েছে এই জল্পনা৷
মোদি এদিন দুর্নীতি প্রতিরোধ নিয়েও সরব হন৷ তিনি বলেন, “অনেক প্রচার ছাড়াই আমি দূর্নীতির বিরুদ্ধে লড়াই করেছি৷ সরকারি সাহায্য এখন প্রাপকের ব্যাঙ্ক অ্যাকাউণ্টে সরাসরি জমা হয়৷ মধ্যম ব্যক্তির বিলোপ হয়েছে৷ সুবিধা যাতে সঠিক ব্যক্তির কাছে পৌঁছায় এবং ভুল লোকের হাতে না পড়ে, সেটা সুনিশ্চিত হয়েছে৷ গ্যাস সিলিন্ডার, স্কলারশিপ ও পেনশনের ক্ষেত্রে ভরতুকির টাকা ফাঁক গলে বেরিয়ে যেত৷”
প্রশাসনের লাগাতার প্রচারেই কালো টাকা উদ্ধার হয়েছে দ্রুত হারে৷ তবে প্রয়োজনে যে আরও কঠোর হতেও পারে প্রশাসন, এদিন সে ইঙ্গিতই থাকল প্রধানমন্ত্রীর কথায়। -সংবাদ প্রতিদিন।
২৩ অক্টোবর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম