আন্তর্জাতিক ডেস্ক : দিওয়ালিতে অংশ নেবেন আমেরিকার রিপাবলিকান দলের প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের মেয়ে ইভাঙ্কা। আমেরিকায় হিন্দু ভোটারদের সমর্থন আদায় করতে অনেকদিন ধরেই চেষ্টা চালাচ্ছেন ট্রাম্প। কয়েকদিন আগে কাশ্মীরি পণ্ডিত ও হিন্দুদের সমর্থনে বক্তব্যও দেন তিনি।
এবার বাবার পথেই হিন্দুদের সমর্থন জোগাড়ে মাঠে নামবেন মেয়ে ইভাঙ্কা। এই প্রথম মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থীর পরিবারের কোনও সদস্য হিন্দু মন্দিরে দিওয়ালির অনুষ্ঠানে অংশ নিচ্ছেন। ইভাঙ্কার সঙ্গে থাকবেন প্রেসিডেন্ট পদে ট্রাম্পের সমর্থনকারী ইন্দো-আমেরিকান কমিউনিটির সদস্যরাও।
২৩ অক্টোবর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম