আন্তর্জাতিক ডেস্ক : জাপানের উতসুনোমিয়া শহরের একটি পার্ক এলাকায় বেশ কয়েকটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত হয়েছে আরও অন্তত দুইজন। তবে এটি ঠিক কিসের বিস্ফোরণ ছিল সে ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় সকাল সাড়ে ১১টার দিকে টোকিওর উত্তরে অবস্থিত তোচিগি অঞ্চলের ওই শহরটিতে এ বিস্ফোরণ হয়। টোকিওভিত্তিক সংবাদমাধ্যম এনএইচকে ওয়ার্ল্ডের সম্প্রচারে দেখা গেছে ওই পার্কিং এলাকায় দুটি গাড়ি জ্বলে-পুড়ে গেছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে ওই এলাকা থেকে কালো ধোঁয়ার কুণ্ডলী উড়ছে।
এরইমধ্যে এলাকাটি ঘেরাও করেছে পুলিশ।
২৩ অক্টোবর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম