আন্তর্জাতিক ডেস্ক : ভারতে যেখানে সাক্ষরতার হার সবচেয়ে বেশি সেই কেরালার একটি মেডিক্যাল কলেজে ছাত্রীদের জিনস পোশাক পরা নিষিদ্ধ করা হয়েছে।
এই মেডিক্যাল কলেজেটি কেরালার তিরুঅনন্তপুরমে। ওই কলেজে একেবারে নোটিশ দিয়ে ‘ফতোয়া’ জারি করা হয়েছে, ছাত্রীরা জিনস আর ভারী গয়না পরে ডাক্তারি পড়তে আসতে পারবেন না কলেজে।
ছাত্রীদের গয়নার ‘ঝনঝনানি’ ওই ‘ফতোয়া’য় কতটা কমবে, তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন দেখা দিয়েছে। ইতিমধ্যেই এর প্রতিবাদ মেডিক্যাল কলেজের ছাত্রীদের ‘চৌহদ্দি’ ছাড়িয়ে সমাজের বৃহত্তর পরিসরেও দ্রুত ছড়িয়ে পড়তে শুরু করেছে।
প্রতিবাদে এরমধ্যেই অনেকেই টুইট করতে শুরু করেছেন । কনফেডারেশন অফ মেডিক্যাল কলেজ ডক্টরসের তরফে সন্তোষ কুমার টুইট করে বলেছেন, ‘কোনও কলেজের পোশাক-বিধি থাকতেই পারে। কিন্তু জিনসে আপত্তিটা কীসের? নানা সংস্কৃতির দেশে আমাদের অনেক বেশি উদার হওয়া উচিত।’ -আনন্দবাজার।
২৩ অক্টোবর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম