রবিবার, ২৩ অক্টোবর, ২০১৬, ০৫:১০:২৩

রামদেবকে যে কারণে ভিসা দিতে অস্বীকার করেছিল আমেরিকা

রামদেবকে যে কারণে ভিসা দিতে অস্বীকার করেছিল আমেরিকা

আন্তর্জাতিক ডেস্ক : ৪,৫০০ কোটি টাকার পতঞ্জলি গ্রুপের প্রধান যোগগুরু রামদেব। কিন্তু তাকেই একবার ভিসা দেয়নি আমেরিকা। কারণ, তিনি অবিবাহিত এবং তার কোনও ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছিল না।

পরে অবশ্য যখন জাতিসংঘে তার ভাষণ দেওয়ার কথা ছিল তখন তাকে আমেরিকায় আমন্ত্রণ জানানো হয়েছিল এবং ১০ বছরের ভিসা মঞ্জুর হয়েছিল। ভারতের মধ্যপ্রদেশের ইন্দওরে গ্লোবাল ইনভেস্টর সামিটে এ কথা জানিয়েছেন রামদেব।

রামদেব বলেছেন, ভিসা মঞ্জুর না হওয়ার কারণ তিনি জানতে চেয়েছিলেন। এর উত্তরে জানানো হয়েছিল, তিনি অবিবাহিত এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টও নেই। তার এখনও কোনও ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই বলে জানিয়েছেন রামদেব।

এই কারণ শুনে রামদেব জানিয়েছিলেন যে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা তার বিয়ে করার তো কোনও সম্ভাবনাও নেই। এরপরও আমেরিকা তাকে ভিসা দেয়নি।

যদিও তিনি ভিসার জন্য কত সালে আবেদন জানিয়েছিলেন, তা রামদেব বলেননি। ইন্দওরের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের অর্থমন্ত্রী অরুণ জেটলি, শিল্পপতি অনিল আম্বানি, গোপীচাঁদ হিন্দুজা, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ চৌহান। রামদেব আধ্যাত্মিক নেতাদের বিশ্ব নাগরিক হিসেবে উল্লেখ করেন। এবিপি
২৩ অক্টোবর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে