সোমবার, ২৪ অক্টোবর, ২০১৬, ০১:০০:৩৩

প্রথম এভারেস্ট জয়ী নারী জুনকোর মৃত্যু

প্রথম এভারেস্ট জয়ী নারী জুনকোর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক: পাহাড়ি গ্রামে জন্ম। ছোটবেলা থেকেই উচ্চতাকে ছোঁয়ার অদম্য নেশা পেয়ে বসেছিল। মাত্র চার বছর বয়সে পৌঁছে গিয়েছিলেন জাপানের নাসু পাহাড়ের চূড়ায়। সেই শুরু। তারপর আর কোনোদিন পেছনে ফিরে তাকাননি প্রথম এভারেস্ট জয়ী নারী জুনকো তাবেই৷ ৭৭ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন জাপানের এই পাহাড়ি কন্যা। সংবাদ প্রতিদিনের এক প্রতিবেদনে জানা যায়।

সারা জীবন পাহাড়কেই সমর্পিত করেছিলেন জুনকো। প্রায় ৭০টি দেশের সর্বোচ্চ উচ্চতা ছুঁয়েছিলেন তিনি। তবে ১৯৭৫ সালের ১৬ মে তাঁর কাছে আজীবনের সম্পদ৷ এই দিনেই প্রথম নারী হিসেবে বিশ্বের সর্বোচ্চ শিখরে পৌঁছেছিলেন জুনকো। তিনিই একমাত্র নারী, যাঁর ‘সেভেন সামিটস’ জয়ের খেতাব রয়েছে।

১৯৬৯ সালে তৈরি করেছিলেন লেডিস ক্লাইম্বিং ক্লাব। জাপানের মতো পুরুষতান্ত্রিক সমাজে ক্রমাগত নারীদের উৎসাহ দিয়ে গিয়েছেন ঘরের বাইরে বের হতে৷ অজানাকে জয় করতে। কারণ তাঁর বিশ্বাস ছিল, কেবলমাত্র দক্ষতা আর কৌশল নয়, প্রতিকূলতাকে জয় করতে প্রয়োজন ইচ্ছাশক্তির৷ একমাত্র ইচ্ছাশক্তির জোরেই অসম্ভবকে সম্ভব করে তুলতে পারে মানুষ।

শেষ বয়সে ক্যানসার থাবা বসিয়েছিল৷ কিন্তু দমাতে পারেনি পাহাড় পাগল মানুষটাকে৷ মরণ রোগের তোয়াক্কা না করেও চার-চারটি সামিট করেছিলেন। সোনালী এই যাত্রার ইতি হল গত ২০ অক্টোবর। জাপানেরই এক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন জাপানের পাহাড়ি কন্যা। রেখে গেলেন একরাশ স্মৃতি।

২৪ অক্টোবর, ২০১৬/এমটিনিউজ২৪/সবুজ/এসএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে