সোমবার, ২৪ অক্টোবর, ২০১৬, ০২:৪৮:১৫

শুধু নিরাপদ নয়, কাশ্মীরকে শিক্ষিতও করছেন জওয়ানরা

শুধু নিরাপদ নয়, কাশ্মীরকে শিক্ষিতও করছেন জওয়ানরা

আন্তর্জাতিক ডেস্ক: ভূস্বর্গ কাশ্মীরের পরিস্থিতি স্বাভাবিক হওয়ার কোনও লক্ষণ এখনও দেখা যাচ্ছে না। আর এই দ্বন্দ্বের মধ্যে সবথেকে বেশি ক্ষতি হয়ে যাচ্ছে স্থানীয় কিশোর-কিশোরীদের। যখন তখন পেলেট গানের আতঙ্ক, লঙ্কার গুঁড়োর ঝাঁঝ, ইট-পাল্টা ইটের ভয়ে আতঙ্কে সিঁটকে থাকছে কাশ্মীরের অধিকাংশ পড়ুয়া।

কারফিউ কখন উঠছে, আবার কখন লাগু হবে- সে সবের হিসাব রাখতে পারে না কৈশোর! তাই স্কুলে যাওয়াও হয়ে ওঠে না নিয়ম করে। অথচ সামনেই বার্ষিক পরীক্ষা। প্রিয় স্কুলের দখল কখনও নেয় জঙ্গিরা, আবার কখনও সেনাবাহিনী। অগত্যা, উপত্যকার অধিকাংশ কিশোর-কিশোরীর ঠিকানা বাড়ির চার দেওয়াল। কিন্তু এভাবে তো দিনের পর দিন চলতে পারে না!

এখন কী উপায়? অশান্ত কাশ্মীরে কে দায়িত্ব নেবে এই নিষ্পাপ ছেলেমেয়েদের পড়াশোনার৷ কাশ্মীরকে নিরাপদ রাখার পাশাপাশি এই কাজেও এগিয়ে এসেছেন দেশের জওয়ানরা। উপত্যকার কিশোর-কিশোরীরা যাতে ভুল পথে চলে না যায়, তার জন্য ভারতীয় সেনাবাহিনী এক নয়া উদ্যোগ নিয়েছে। তাঁরা কাশ্মীরি কিশোর-কিশোরীদের জন্য বিশেষ কেরিয়ার কাউন্সেলিং শুরু করেছে।

সরকারি স্কুলের নবম ও দশম শ্রেণির ছেলেমেয়েদের নিয়ম করে ক্লাস নিচ্ছেন উচ্চশিক্ষিত ও বিশেষভাবে প্রশিক্ষিত সেনা জওয়ানরা। পড়ানোর সময় ছেলেমেয়েদের বোঝানো হচ্ছে, যার যে বিষয়ের প্রতি আগ্রহ রয়েছে, সেদিকেই যেন তারা বেশি করে মনোনিবেশ করে। সেই পথেই মিলবে সাফল্য। যৌবনের কোঠায় পা রাখার আগে তাদের শেখানো হচ্ছে, দায়িত্ব কাকে বলে, কী করলে সুস্থ-সবল থাকা যাবে। শেখানো হচ্ছে, একজন দায়িত্ববান নাগরিকের দেশের প্রতি কী করণীয়!-সংবাদ প্রতিদিন

২৪ অক্টোবর, ২০১৬/এমটিনিউজ২৪/ফিরোজ/এফএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে