আন্তর্জাতিক ডেস্ক: ভারতের অন্ধ্র-ওড়িষ্যা সীমান্তে পুলিশের সঙ্গে গোলাগুলির ঘটনায় ১৯ মাওয়াবাদী নিহত হয়েছে এবং আহত হয়েছে দুই পুলিশ সদস্য। সোমবার সকালে মালকানগিরির কাছে মাওয়াবাদীদের বিরুদ্ধে অভিযান শুরু করে পুলিশ।
পুলিশ জানিয়েছে, তারা মালকানগিরি থেকে ১০ কিলোমিটার দূরে মাওয়াবাদীদের একটি ক্যাম্পে হামলা চালায়। ওই ক্যাম্পে ৫০ থেকে ৬০ জন মাওয়াবাদী একটি বৈঠকের জন্য একত্রিত হয়েছিলেন।
মাওয়াবাদী সদস্যদের কাছ থেকে তিনটি একে-৪৭ এবং এসএলআরসহ বেশ কিছু অস্ত্র জব্দ করা হয়েছে। -এনডিটিভি।
২৪ অক্টোবর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম