আন্তর্জাতিক ডেস্ক : "মা ও বোনেদের ওপর কোনও অন্যায় সহ্য করা হবে না। মানা হবে না কোনও রকম সাম্প্রদায়িক ভেদাভেদও। মুসলিম মা ও বোনদের রক্ষা করতেই হবে। মুসলিম মা ও বোনেদের সব সময় সমান অধিকার দিতে হবে। কেউ টেলিফোনে তিন তালাক বললেই, মুসলিম মা ও বোনেদের জীবন নষ্ট হয়ে যাবে, এটা মেনে নেওয়া যায় না", তিন তালাক নিয়ে প্রথমবার মুখ খুলে এই কথাই বললেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। খবর জিনিউজের।
"মায়ের গর্ভেই মেয়েকে হত্যা করলে তাকে শাস্তি যেমন পেতেই হয়", কন্যাভ্রূণ হত্যার প্রসঙ্গ টেনেই মুসলিম সম্প্রদায়ের মহিলাদের সমান অধিকার নিয়ে সোচ্চার হন মোদি। তিনি আরও বলেন, "রাজনৈতিক আদর্শ আর ভোট এক নয়। ভোটের রাজনীতি করে মুসলিম মহিলাদের প্রতি অন্যায় হলে তা সরকার মেনে নেবে না"।
২৪ অক্টোবর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি