সোমবার, ২৪ অক্টোবর, ২০১৬, ০৭:৪৪:০৮

ভারত-পাকিস্তানের সীমান্তে গোলাগুলি, ভারতীয় সেনা নিহত

ভারত-পাকিস্তানের সীমান্তে গোলাগুলি, ভারতীয় সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তান সীমান্তবর্তী ভারতের জম্মু জেলার আরএস পুরা সেক্টরের আন্তর্জাতিক সীমানা রেখার কাছে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) এর একজন সেনা নিহত হয়েছেন।

সোমবার  স্থানীয় সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানিয়েছে। ধারণা করা হচ্ছে পাকিস্তানি সেনারা ভারী শেল ও বন্দুকের গুলি ছুঁড়ে এই হামলা চালিয়েছে। ওই হামলায় বিএসএফের দুই সদস্য আহত হয়। আহতদের একজন মারা যান।

এর আগে গত শুক্রবার রাতে পাক সীমান্তরক্ষীরা কাথুয়া সেক্টরের আন্তর্জাতিক সীমানা রেখা বরাবর ভারতীয় গ্রামবাসী ও সীমান্তরক্ষীদের লক্ষ্য করে বন্দুক ও মর্টার হামলা চালায়। ওই হামলায় এক বিএসএফ সেনা নিহত হয়।

অন্যদিকে, বিএসএফ এর পাল্টা গুলিতে নিহত হয় ৭ পাকিস্তানি রেঞ্জার বা প্যারামিলিটারি সদস্য।
২৪ অক্টোবর,২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/ আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে