আন্তর্জাতিক ডেস্ক : এই প্রথম ভারত-চীন সীমান্তে ১০০ মহিলা সেনা নিয়োগ করলো ইন্দো তিবেতীয় বর্ডার পুলিশ ফোর্স (আইটিবিপি)। প্রথমবার দুর্গম সীমান্তে পাঠানো হচ্ছে ভারতের মহিলা যোদ্ধাদের।
আইটিবিপি ডিরেক্টর জেনারেল কৃষ্ণ চৌধুরী জানিয়েছেন, বাছাই করা ১৫ টি চৌকিতে মহিলা সেনা মোতায়েনের প্রক্রিয়া শেষ হয়ে গিয়েছে। তিনি আরও জানিয়েছেন, এই মহিলা বাহিনী যুদ্ধ এবং অস্ত্রচালনার জন্য বিশেষভাবে প্রশিক্ষিত। সেখানে মহিলাদের জন্য বিশেষ পরিকাঠামোর ব্যবস্থা করা হয়েছে। সীমান্তে লিঙ্গ বৈষম্য ঘুচিয়ে দেওয়া হয়েছে।
সূত্রে খবর, মোট ১০০ জন কর্মীর মধ্যে সব থেকে বেশী মহিলা জওয়ান নিয়োগ করা হয়েছে জম্মু ও কাশ্মীরের লাদাখ সীমান্তের ইন্দো-তিবেতীয় বর্ডার পুলিশে। অল্প কিছু কর্মী নিয়োগ হয়েছে হিমাচলপ্রদেশ, উত্তরাখণ্ড, সিকিম, অরুণাচলপ্রদেশে। ভবিষ্যতে আরও মহিলা সেনা নেওয়া হবে বলে সূত্রের খবর।
এ বছরই ফোর্স ইন্দো-চীন সীমান্তে কনস্টেবল পদে ৫০০ মহিলা ট্রুপ নিয়োগ করেছিল ভারত। এর জন্য ৪৪ সপ্তাহ ধরে তাদের যুদ্ধ কৌশল এবং পর্বতে প্রতিকূল পরিবেশে কীভাবে যুদ্ধ করে বেঁচে থাকতে হয়, তার প্রশিক্ষণ দেওয়া হয়। এবিপি।
২৪ অক্টোবর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি