আন্তর্জাতিক ডেস্ক : ধর্ম বাঁচাতে এবার দেশে হিন্দুদের জনসংখ্যা বাড়ানোর নির্দেশ দিলেন ভারতের বিজেপি সরকারের এক কেন্দ্রীয় মন্ত্রী। তার এই মন্তব্য ঘিরে শুরু হয়েছে জোর জল্পনা।
মোদি সরকারের প্রতিমন্ত্রী গিরিরাজ সিংয়ের এই প্রসঙ্গে মন্তব্য, জনসংখ্যা না বাড়লে ধর্ম কীভাবে রক্ষা হবে! ভারতের উত্তরপ্রদেশের সাহারানপুর জেলার দেববাদ এলাকায় একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে গিরিরাজ বললেন, এ দেশের মানুষ রাম মন্দির চাইছেন। কিন্তু দেশে কোনও রাম-ভক্ত না থাকলে কীভাবে রামমন্দির তৈরি হবে। একইসঙ্গে তার নিদান, হিন্দু সমাজের জনসংখ্যা বাড়াতে হবে।
সম্প্রতি একটি সমীক্ষাতে দেখা গিয়েছে দেশের আটটি রাজ্য হিন্দুদের সংখ্যা কমে যাচ্ছে। মোদি সরকারের এই গুরুত্বপূর্ণ মন্ত্রীর মন্তব্য, দেশভাগের সময় পাকিস্তানে হিন্দু জনসংখ্যা ছিল ২২ শতাংশ। এখন তা কমে হয়েছে ১ শতাংশ। অন্যদিকে ভারতে হিন্দু জনসংখ্যা ছিল ৯০ শতাংশ এবং মুসলিম জনসংখ্যা ছিল ১০ শতাংশ। কিন্তু দেশে এখন মুসলিমদের সংখ্যা বেড়ে হয়েছে ২৪ শতাংশ। হিন্দু জনসংখ্যা কমে হয়েছে ৭৬ শতাংশ। ফলে সেদিকে তাকিয়ে হিন্দুদের জনসংখ্যা বাড়ানোর নির্দেশ দেন মন্ত্রীর। কলকাতা ২৪x৭
২৪ অক্টোবর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি