সোমবার, ২৪ অক্টোবর, ২০১৬, ১০:১৪:০৯

ফ্রান্সে ভয়াবহ বিমান দুর্ঘটনা, বিমানের কেউ বেঁচে নেই

ফ্রান্সে ভয়াবহ বিমান দুর্ঘটনা, বিমানের কেউ বেঁচে নেই

আন্তর্জাতিক ডেস্ক : ফ্রান্সের বিমান দুর্ঘটনায় পাঁচ ব্যক্তির মৃত্যুর ঘটনা ঘটল সোমবার৷ ফ্রান্সের মাল্টা বিমানবন্দরে একটি পরিদর্শনকারী বিমান ভেঙে এই দুর্ঘটনা ঘটে৷ বিমানে উপস্থিত ছিল পাঁচ জন। এই ঘটনায় বিমানের থাকা সবাই নিহত হন৷ জানা গিয়েছে, বিমানটি ফরাসি প্রতিরক্ষা দফতরের হয়ে কাজ করতো৷

ফরাসি প্রতিরক্ষা দফতরের তরফ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, অবতরণের আগেও বিমানটিতে দুর্ঘটনা ঘটার কোনও চিহ্ন ছিল না৷ পাশাপাশি, কোনও অন্তর্ঘাতের রহস্যও থাকার সম্ভাবনাও বিশেষ নেই বলেই মনে করছে দফতর৷ দুর্ঘটনার কারণ নিয়ে তদন্ত শুরু হয়েছে বলেও ফরাসি প্রতিরক্ষা দফতর থেকে জানানো হয়েছে৷

দুর্ঘটনায় মৃত পাঁচ ব্যক্তির মধ্যে তিন জনই প্রতিরক্ষা দফতরে কর্মরত ছিলেন বলে জানা গিয়েছে৷ অপর দুই ব্যক্তি বিমানসংস্থার কর্মী৷ জানা গিয়েছে, বিমানটি বহু দিন ধরে প্রতিরক্ষা দফতরের অধীনে কাজ করে এসেছে৷ ভূমধ্যসাগর ও তার পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে পরিদর্শনের জন্য এই বিমান ব্যবহার করা হত বলে বিবৃতিতে জানানো হয়েছে৷ সংবাদ প্রতিদিন

২৪ অক্টোবর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে