আন্তর্জাতিক ডেস্ক : ভারতের জম্মু-কাশ্মীরের অনন্তনাগে মন্ত্রী আবদুল রহমান ভেরির বাড়িতে হামলা পাক জঙ্গিদের৷ তিনি কাশ্মীরের শাসক দল পিডিপির সংসদ বিষয়ক মন্ত্রী৷ সংবাদ সংস্থা সূত্রে খবর, সোমবার সন্ধ্যার দিকে মন্ত্রীর বাড়ির বাইরে যে সিকিউরিটি পোস্ট ছিল সেখানে প্রথমে হামলা চালায় জঙ্গিরা৷
এসময় প্রতিরোধ করে নিরাপত্তার দায়িত্বে থাকা সেনারা৷ সেনা সূত্রে খবর, মূলত অস্ত্র ছিনতাইয়ের উদ্দেশ্যেই হামলা চালিয়েছে জঙ্গিরা৷ ইতিমধ্যে কড়া নিরাপত্তার বলয়ে মুড়ে ফেলা হয়েছে মন্ত্রীর বাড়ি৷ জানা গিয়েছে, কাশ্মীরের কাথুয়া অঞ্চলে একটি বাজারে বড়সড় বিস্ফোরণে গুরুতর জখম হয়েছেন ছয়জন সাধারণ নাগরিক৷
এছাড়া, সোমবারই কাশ্মীরের রাজৌরি সেক্টরে গোপন সূত্রে খবর পেয়ে এক তল্লাশি অভিযান চালায় ভারতীয় সেনা ও বিএসএফ৷ সেখানে প্রচুর গুলিসহ একে-৫৬ রাইফেল উদ্ধার করেছে ভারতীয় সেনা৷ ভারতীয় সেনার পক্ষ থেকে জানান হয়েছে, মূলত কাশ্মীরের বিভিন্ন অংশে নাশকতা চালানোর জন্যই এই অস্ত্র মজুত করা হয়েছিল৷ কলকাতা ২৪/৭।
২৪ অক্টোবর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি