সোমবার, ২৪ অক্টোবর, ২০১৬, ১০:৩১:৪২

মালয়েশিয়ায় অনুমতি পেলেন জাকির নায়েক

 মালয়েশিয়ায় অনুমতি পেলেন জাকির নায়েক

আন্তর্জাতিক ডেস্ক : বিতর্কিত ইসলাম প্রচারক ডা. জাকির নায়েক মালয়েশিয়ার কুয়ালালামপুরের একটি আলোচনা অনুষ্ঠানে যোগ দেওয়ার অনুমতি পেয়েছেন। রোববার ওই সম্মেলনে যোগ দিয়েছেন তিনি।

ডা. জাকির মালয়েশিয়ার উপপ্রধানমন্ত্রী দাতুক সিরি ড. আহমাদ জাহিদ হামিদির সঙ্গে দেখা করেছেন। ড. হামিদি সোমবার ইনস্টাগ্রামের জাকিরের সঙ্গে তোলা তার একটি ছবি পোস্ট করেছেন।

মালয়েশিয়ায় জাকির নায়েকের দ্বিতীয় সফর এটি। এর আগে গত এপ্রিলে দেশটির একটি বিশ্ববিদ্যালয়ে লেকচার দিতে গিয়েছিলেন তিনি। তবে আলোচনার বিষয়বস্তুর কারণে পুলিশ প্রথমে এ অনুষ্ঠানে নিষেধাজ্ঞা আরোপ করেছিল। পরে অবশ্য বিষয় পরিবর্তনের পরিপ্রেক্ষিতে অনুষ্ঠানের অনুমতি দেয় পুলিশ।

প্রসঙ্গত, গত জুলাইয়ে গুলশানের হলি আর্টিজানে হামলার পর ভারতের বাসিন্দা ডা.নায়েকের বিরুদ্ধে সন্ত্রাসবাদে প্ররোচনা দেওয়ার অভিযোগ ওঠে। ভারতেও জাকির নায়েকের বিরুদ্ধে তদন্তের দাবি ওঠে। ওই সময় সৌদি আরবে অবস্থানরত জাকির ভারতে ফেরার ঘোষণা দিলেও আর ফেরেননি।- রাইজিংবিডি
২৪ অক্টোবর, ২০১৬/এমটিনিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে