আন্তর্জাতিক ডেস্ক: মায়ের অন্যমনস্কতায় আস্ত পেঁয়াজ গিলে বেঘোরে মারা গেল একবছরের শিশু। পেঁয়াজটি তার শ্বাসনালিতে আটকে যাওয়ার ফলে দম আটকে যায়। চিত্কার করতে না পারায় অসহায় শিশুর সাহায্যে কেউ এগিয়ে আসতে পারেননি। অকালে ঝরে গেল বছর খানেকের শিশুকন্যা নিত্যশ্রী।
গত শনিবার দুপুর ২টো নাগাদ কর্নাটকের বল্লারি জেলার কানাহোসহল্লি গ্রামের বাড়ির বারান্দায় খেলছিল শিশুটি। তার মা অর্চনাদেবী কাছাকাছি থাকলেও এক প্রতিবেশীর সঙ্গে কথা বলার কারণে অন্যমনস্ক ছিলেন। বারান্দায় পেঁয়াজ শুকোতে দেওয়া হয়েছিল। এক সময় তারই একটি গিলে ফেলে নিত্যশ্রী। পেঁয়াজটি তার গলার শ্বাসনালিতে আটকে গেলে দম বন্ধ হয়ে যায়। একই কারণে চিত্কার করে কেঁদে উঠতে পারেনি শিশুটি। জ্ঞান হারিয়ে এর পর বারান্দার ওপরই লুটিয়ে পড়ে সে।
একটু পরে খুঁজতে এসে মেয়েকে অচৈতন্য অবস্থায় দেখতে পান অর্চনাদেবী। প্রায় ৪৫ মিনিট পরে নিত্যশ্রীকে গ্রামের প্রাথমিক চিকিত্সা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে উপস্থিত চিকিত্সক শিশুটিকে মৃত বলে ঘোষনা করেন।
চিকিৎসক জয়াশীল আরও বলেন, 'প্রথমে অনেক সময় নষ্ট করা হয়েছে। গলায় পেঁয়াজ আটকে যাওয়ার সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে এলে শিশুটিকে বাঁচানো যেত। কিন্তু ওকে মৃত অবস্থায় নিয়ে আসা হয়'।
স্থানীয় চিকিত্সকদের মতে, সম্প্রতি নানান দুর্ঘটনার কবলে পড়ছে শিশুরা। বেশির ভাগ সময়, ঘটনার পিছনে বাবা-মায়ের অমনোযোগিতাই দায়ী। উল্লেখ্য, নিত্যশ্রীর বাবা পেশায় কৃষিজীবী কল্পেশ। দম্পতির আর কোনও সন্তান নেই।-এই সময়
২৫ অক্টোবর,২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/সবুজ/এসএ