আন্তর্জাতিক ডেস্ক: পরিবারের অন্দরের ঝগড়া পার্টির ভিতরে ফাটল ধরিয়েছে। তা মেরামত করতেই আজ বৈঠক ডেকেছিলেন সপা সুপ্রিমো মুলায়ম সিং যাদব। কিন্তু, লখনউতে এই বৈঠকের বাইরে ও ভিতরে উত্তেজনার আঁচ ছিল তুঙ্গে। মাইক কাড়াকাড়ি থেকে একে অপরকে কড়া ভাষায় আক্রমণ অখিলেশ ও শিবপালের মধ্যে এরকম একাধিক ঘটনার সাক্ষী থাকলেন মুলায়ম সিং যাদব।
অখিলেশকে ‘মিথ্যবাদী’ আখ্যা দিয়ে শিবপালের অভিযোগ, ‘আমি গঙ্গাজলের দিব্যি দিয়ে বলছি, অখিলেশ নয়া দল গঠনের চেষ্টা করছিল।’ দাদা মুলায়মকে উত্তরপ্রদেশে সরকার ও দলেরও দায়িত্ব গ্রহণের আর্জি জানান শিবপাল যাদব।
তাঁর বিরুদ্ধে কাকার সব অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করেন মুখ্যমন্ত্রী অখিলেশ। সঙ্গে জানান, রাজনীতিতে তিনি তাঁর ‘বাবার জন্যই জায়গা’ পেয়েছেন। কিন্তু, মুলায়মের বিরুদ্ধেই ষড়যন্ত্র হচ্ছিল, আর তা তিনি কিছুতেই হতে দেবেন না বলে স্পষ্ট জানিয়ে দেন অখিলেশ সিং যাদব। স্পষ্টতই তাঁর নিশানা অমর সিং।
কিন্তু, অমর সিংয়ের প্রশংসা শোনা যায় শিবলালের গলায়। অখিলেশ অনুগামীদের উদ্দেশে সমাজবাদী পার্টির উত্তরপ্রদেশের প্রধান বলেন, ‘অমর সিংয়ের পায়ের ধুলোর যোগ্য নয় তোমরা।’ পাশাপাশি ২০১৭ বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে একজোট হয়ে জেলা সফরের কথা বলেন শিবপাল।
সে সময় এক অখিলেশ অনুগামী নেতা শিবপালের সরকারি হেলিকপ্টারে সফর নিয়ে প্রশ্ন তোলেন। সদ্য মন্ত্রিত্ব হারানো বর্ষীয়ান নেতা ক্ষোভ চাপতে না পেরে ওই নেতাকে কার্যত ধমক দিয়ে বলেন, ‘হেলিকপ্টার তোমার বাবার নাকি? আমিও সরকারে মন্ত্রী ছিলাম।’
এদিকে, বৈঠকের ভিতরের উত্তেজনার আঁচ বাইরেও লাগে। ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন অখিলেশ ও শিবপালের অনুগামীরা। পরিস্থিতি সামাল দিতে গিয়ে বেগ পেতে হয় পুলিশকেও।-এই সময়
২৫ অক্টোবর,২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/সবুজ/এসএ